রবিবাসরীয় সকালে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সর্তকতা হাওয়া অফিসের 

প্রাক বর্ষার বৃষ্টিতে (Pre Monsoon Rain) আগেই ভিজেছে বঙ্গ, তবে চলতি সপ্তাহে পাকাপাকিভাবে বর্ষার (Monsoon) প্রবেশ ঘটতে চলেছে বলেই মত আবহাওয়াবিদদের। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবাসরীয় সকালের মেঘলা আকাশে দুর্যোগের ভ্রুকুটি দেখছে হাওয়া অফিস, হলুদ সর্তকতা দক্ষিণবঙ্গে yellow alert in South Bengal) ।

ছুটির দিনে বৃষ্টি ভিজবে বাংলা? আবহাওয়া দফতর বলছে আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুরে জারি হলুদ সতর্কতা। সঙ্গে এই চার জেলায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। রবিবার রাজ্যের ১৫ জেলায় হাওয়ার তীব্রতা থাকবে, সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। সোমবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মু্র্শিদাবাদ, নদিয়ায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা। মঙ্গলবার দুর্যোগ আরও বাড়বে।


 

Previous articleবাংলাদেশ হাইকমিশনের উদ্যোগ, দিল্লিতে প্রদর্শিত হল ‘মুজিব: দ্য মেকিং অব এ নেশন’
Next articleভোট বয়কট টলিউডের ‘অযোগ্য’ জুটির! নেপথ্যে কোন সমীকরণ?