Friday, December 19, 2025

মোদিতে বিমুখ যুবসমাজ, অস্বস্তি বাড়ছে পদ্ম শিবিরে

Date:

Share post:

২০২৪ সালের লোকসভা নির্বাচন (Loksabha Election 2024)মিটেছে শনিবার। সন্ধ্যা ছটা বাজতে না বাজতেই শুরু হয় এক্সিট পোল নিয়ে কাটাছেঁড়া। কেউ বলছেন এগিয়ে রয়েছে এনডিএ (NDA)জোট, কারোর কথায় ভাল ফল করবে ইন্ডিয়া অ্যালায়েন্স (INDIA allience)। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির (BJP) সবথেকে বড় চিন্তার কারণ যুব সমাজ। যেভাবে মোদি সরকারের (Modi Government) আমলে বেকারত্ব বেড়েছে তাতে ভোট বাক্সে এই ক্ষোভের প্রতিফলন হবে বলে আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছে পদ্ম শিবির।

মোদি সরকারের আমলে বেকারত্ব এবং মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করে ‘ইন্ডিয়া’র আক্রমণ তীব্র হয়েছিল ভোট শুরুর আগে থেকেই। অন্যদিকে বিজেপি দুর্নীতির অভিযোগ তুলে বিরোধীদলকে বিদ্ধ করতে চেয়েছিল। ১৯ এপ্রিল শুরু হওয়া সাত দফার হাই ভোল্টেজ লোকসভা ভোটের শেষে ৯৮ কোটি ভোটারের সিংহভাগ কোন ইস্যুকে বেছে নিয়েছে? শনিবার সন্ধ্যা থেকেই বিভিন্ন এক্সিট পোলে গেরুয়া ঝড়ের যে আভাস পাওয়া যাচ্ছে তাকে গুরুত্ব দিতে নারাজ রাজনৈতিক মহলের একাংশ। তাদের মতে, বুথ ফেরত সমীক্ষা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেলেনা, তাই সেটা চূড়ান্ত বলে বিশ্বাস করে নেওয়ার কোনও কারণ নেই। ২০২১ সালে যখন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছিল তখন কোনও এক্সিট পোলেই দেখায়নি তৃণমূল কংগ্রেস (TMC) ডবল সেঞ্চুরি করবে। অথচ বাস্তবে মানুষ সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নকে। তাহলে এবার কি যুবসমাজের বিমুখতায় চাপে পড়তে চলেছে বিজেপি? বিশ্বাস করে আধা গ্রামীণ এবং শহুরে যুব সমাজের মধ্যে কর্মহীনতা যে চরম ক্ষোভ তৈরি করেছে, তার আভাস প্রত্যেক দফায় মিলেছে। বিজেপির অন্দরমহলে আশঙ্কা বেকারত্ব ইস্যুই হয়তো দলের খারাপ ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

জনমত সমীক্ষাগুলির সিংহভাগ নরেন্দ্র মোদির (Narendra Modi) “অব কি বার চারশো পার” স্লোগানে সিলমোহর দেওয়ার চেষ্টা করুক না কেন, ভোট পর্বের শুরু থেকে শেষ পর্যন্ত পদ্মশিবির বেজায় নার্ভাস। বায়োলজিক্যাল জন্ম না হওয়া থেকে মাছ-মাংস বন্ধ করা পর্যন্ত মোদির একের পর এক আজগুবি তত্ত্ব মানুষ ভালভাবে নেননি। এমনকি প্রচার শেষে কন্যাকুমারীতে ধ্যানে যাওয়ার আগে মোদির শেষতম বক্তব্য ছিল, রিচার্ড অ্যাটেনবরোর গান্ধী সিনেমা মুক্তি পাওয়ার আগে দুনিয়া নাকি গান্ধীজিকে জানতই না। এইসবের জেরে বিজেপি যে ব্যাপক ব্যাকফুটে চলে যেতে পারে তা নিয়ে আলোচনা শুরু গেরুয়া শিবিরে।

 

spot_img

Related articles

বহরমপুরে টানা তিনদিন আটকে রেখে গণধর্ষণ, পুলিশের তৎপরতায় দ্রুত গ্রেফতার ২

বহরমপুরে এক আদিবাসী মহিলার উপর ভয়াবহ নির্যাতনের (Sextual harassments) অভিযোগ। তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে একটি ফাঁকা...

মার্লিন গ্রুপের উদ্যোগে কলকাতায় জাতীয় বধির ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জমকালো উদ্বোধন

শীতের কলকাতায় জমজমাট ক্রিকেট, তবে এই  ক্রিকেট ম্যাচ একটু আলাদা, ২২ গজের নিয়ম এক, কিন্তু যারা খেলতে নেমেছেন...

বাংলায় আবার নিশ্চয়ই মমতার সরকার হবে, বাঙালিরাই দেশের ভবিষ্যৎ বলে দেয়: সংসদ চত্বরে সরব জয়া

তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দীর্ঘদিন সুসম্পর্ক সমাজবাদী পার্টির (SP) রাজ্যসভার (RajyaSabha) সাংসদ...

মেসি ইভেন্টের আর্থিক তদন্তে ইডি, শতদ্রুর বাড়িতে পুলিশের হানা

মেসি ইভেন্টে বিশৃঙ্খলা কাণ্ডে তদন্তে ইডি(ED )। শতদ্রু দত্তের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদনের তদন্ত করবে কেন্দ্রীয় সংস্থা।...