Saturday, August 23, 2025

স্বাধীনতার সাত দশক পর প্রথম দেশের নির্বাচনে সামিল নিকোবরের শম্পেন জনজাতি

Date:

Share post:

এবারের লোকসভা নির্বাচনে আন্দামান নিকোবরে ইতিহাস গড়ল কমিশন। তাদের উদ্যোগে স্বাধীনতার সাত দশক পর প্রথম দেশের নির্বাচনে সামিল হল নিকোবরের শম্পেন জনজাতিরা। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর সোমবার সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এই তথ্য জানান। নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘শহরের আভিজাত্যের ভিড়ে ঢাকা পড়ে যায় দেশের জনজাতি সম্প্রদায়ের মানুষরা। কিন্তু এবারের গণতন্ত্রের উৎসবে অংশ নিয়েছেন বহু আদিবাসী জনজাতির মানুষ। এই প্রথমবার ভোট দিয়েছেন নিকোবরের শম্পেন জনজাতি সম্প্রদায়ের মানুষরা।

নির্বাচন কমিশনার জানান, ভোট উৎসবে শম্পেন জনজাতির অংশগ্রহণের ছবি কমিশনের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। এছাড়াও দেশের ১২৬টি গ্রাম ও ১৯৯টি বিচ্ছিন্ন এলাকায় এই প্রথমবার ভোটগ্রহণ হয়েছে। ছত্তিশগড়ের সরগুজার ১০০টি পোলিং বুথে প্রথমবার ভোট গ্রহণ হয়েছে। পাহাড়ি এলাকাগুলিতে ৮৮ শতাংশ আদিবাসী সম্প্রদায়ের মানুষ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, ২০১১ সালের জনগণনা অনুযায়ী নিকোবরের শম্পেন জনজাতির জনসংখ্যা ২২৯। তাঁদের মধ্যে ৯৮ জন ভোটার। জঙ্গল থেকে বেরিয়ে এদের মধ্যে ভোটদান করেন ৭ জন। ভোট দানের আগে তাদের ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে প্রশিক্ষণও দেওয়া হয়। ভোট দেওয়ার পর নির্বাচন কমিশনের তরফে তৈরি করা সেলফি জোনে ভোটার কার্ড হাতে ছবি তুলতেও দেখা যায় তাদের।বিপন্নপ্রায় জনজাতির ভোটে অংশ নেওয়াকে নিরাবাচন কমিশনের সাফল্য বলে উল্লেখ করা হয়েছে।





spot_img

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...