Monday, November 10, 2025

স্বাধীনতার সাত দশক পর প্রথম দেশের নির্বাচনে সামিল নিকোবরের শম্পেন জনজাতি

Date:

Share post:

এবারের লোকসভা নির্বাচনে আন্দামান নিকোবরে ইতিহাস গড়ল কমিশন। তাদের উদ্যোগে স্বাধীনতার সাত দশক পর প্রথম দেশের নির্বাচনে সামিল হল নিকোবরের শম্পেন জনজাতিরা। লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর সোমবার সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এই তথ্য জানান। নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, ‘শহরের আভিজাত্যের ভিড়ে ঢাকা পড়ে যায় দেশের জনজাতি সম্প্রদায়ের মানুষরা। কিন্তু এবারের গণতন্ত্রের উৎসবে অংশ নিয়েছেন বহু আদিবাসী জনজাতির মানুষ। এই প্রথমবার ভোট দিয়েছেন নিকোবরের শম্পেন জনজাতি সম্প্রদায়ের মানুষরা।

নির্বাচন কমিশনার জানান, ভোট উৎসবে শম্পেন জনজাতির অংশগ্রহণের ছবি কমিশনের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। এছাড়াও দেশের ১২৬টি গ্রাম ও ১৯৯টি বিচ্ছিন্ন এলাকায় এই প্রথমবার ভোটগ্রহণ হয়েছে। ছত্তিশগড়ের সরগুজার ১০০টি পোলিং বুথে প্রথমবার ভোট গ্রহণ হয়েছে। পাহাড়ি এলাকাগুলিতে ৮৮ শতাংশ আদিবাসী সম্প্রদায়ের মানুষ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, ২০১১ সালের জনগণনা অনুযায়ী নিকোবরের শম্পেন জনজাতির জনসংখ্যা ২২৯। তাঁদের মধ্যে ৯৮ জন ভোটার। জঙ্গল থেকে বেরিয়ে এদের মধ্যে ভোটদান করেন ৭ জন। ভোট দানের আগে তাদের ইভিএম ও ভিভিপ্যাট নিয়ে প্রশিক্ষণও দেওয়া হয়। ভোট দেওয়ার পর নির্বাচন কমিশনের তরফে তৈরি করা সেলফি জোনে ভোটার কার্ড হাতে ছবি তুলতেও দেখা যায় তাদের।বিপন্নপ্রায় জনজাতির ভোটে অংশ নেওয়াকে নিরাবাচন কমিশনের সাফল্য বলে উল্লেখ করা হয়েছে।





spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...