আগামিকাল টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করবে ভারতীয় দল। প্রথম ম্যাচে রোহিত শর্মাদের সামনে আয়ারল্যান্ড। আর প্রথম ম্যাচে নামার আগে টুর্নামেন্টে নিজের পরিকল্পনার কথা জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। বললেন, বিশ্বকাপ জয়ের কথা ভাবছেনই না তাঁরা। ম্যাচ বাই ম্যাচ এগোতে চান তাঁরা।

এদিন সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন, “ আমরা প্রতিযোগিতা শুরুর আগে বিশ্বকাপ জেতার কথা ভাবছিই না। কাছাকাছি পৌঁছলে তখন ভাবব। কারণ, আগে সেই জায়গায় পৌঁছতে হবে। তাই আপাতত একটি করে ম্যাচ ধরে এগোতে চাইছি আমরা।”

দীর্ঘদিন ধরে আইসিসির কোন ট্রফি পায়নি ভারতীয় দল। একদিনের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও হারের মুখ দেখেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। এই প্রসঙ্গে দ্রাবিড় বলেন, “ সত্যি বলতে, এই সব প্রতিযোগিতায় আমরা যথেষ্ট ভাল খেলেছি। ধারাবাহিক ভাবে খেলেছি। গত বছর একদিনের বিশ্বকাপেও টানা ১০টা ম্যাচ জিতেছি। তার থেকেই আমাদের ধারাবাহিকতা প্রমাণিত হয়। হ্যাঁ, শেষ মুহূর্তে গিয়ে আমরা হয়তো জিততে পারিনি। চাপের মুখে ভুল করেছি। এটাই ক্রিকেট। আগে পারিনি বলে আগামী দিনেও পারব না, এমনটা নয়। আমরা টি-২০ বিশ্বকাপেও ভাল খেলার চেষ্টা করব।“

আরও পড়ুন- সুনীলের জন্য ম্যাচ জিততে চান শুভাশিস
