Monday, August 25, 2025

ভারতের বিশ্বকাপ অভিযানে আজ নজরে নিউ ইয়র্কের ড্রপ ইন পিচ

Date:

Share post:

আইপিএলের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০টি দেশের হাড্ডাহাড্ডি লড়াই। যৌথ ভাবে বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু বিশ্বকাপের সেই আমেজ কোথাও যেন উধাও। এর প্রধান কারণ, ভারতীয় দল এখনও মাঠে নামেনি। আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারত। তবে বিশ্বকাপে আর এক ভিলেন পিচ। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রপ ইন পিচ। আইপিএলে চার-ছয়ের বন্যা দেখা গিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে সেটাই মূল আকর্ষণ। কিন্তু বিশ্বকাপে এখনও পর্যন্ত লো স্কোরিং ম্যাচ হচ্ছে। ভারত-আয়ারল্যান্ড ম্যাচেও কি এমন পরিস্থিতি তৈরি হতে পারে?মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনুগুলির মধ্যে মূল আকর্ষণ নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠে এখনও পর্যন্ত একটি ম্যাচই হয়েছে। দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার সেই ম্যাচটি ব্যাটারদের কাছে আতঙ্কের কারণ হতে পারে। ড্রপ ইন সেট হতে এমনিতেই বেশ কিছুটা সময় লাগে। শ্রীলঙ্কা ম্যাচের পিচ যে পুরোপুরি সেট হয়নি, বলের বাউন্স দেখেই স্পষ্ট। বেশ কিছু ডেলিভারি কোনওরকমে হাঁটু অবধি উঠছিল। হাতে গোনা কিছু ডেলিভারিই ব্যাটারদের পছন্দ হতে পারে এতটা বাউন্স হয়েছে।

যদিও টুর্নামেন্ট শুরুর আগে এই মাঠে প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে তুলনামূলক ভাবে ভালো পিচ ছিল। ভারত-আয়ারল্যান্ড ম্যাচেও ব্যবহার হতে পারে অন্য পিচ। এখানেই ধোঁয়াশা। সেই পিচ কেমন আচরণ করবে বলা কঠিন। নিউ ইয়র্কে যে পার্কে প্র্যাকটিশ সেরেছে ভারতীয় দল, সেখানকার নেটে অবশ্য ভাল পিচই ছিল। কেননা বাউন্স ঠিকঠাক ছিল, এমনকী গতিও। ফলে ব্যাটারদের শট খেলতে সমস্যা হয়নি। নিউ ইয়র্কে আজ পিচ কেমন আচরণ করবে, সেটাই যেন প্রধান আকর্ষণ।একই মাঠে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। পিচ যদি সমস্যা হয়ে না দাঁড়ায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে খুব একটা বেগ পাওয়ার কথা নয় ভারতীয় দলের। একদিক থেকে ভারতের কাছে এই ম্যাচটি পাকিস্তান ম্যাচের ওয়ার্ম আপও বলা যায়। তবে সেক্ষেত্রে একাদশ বাছাইয়ে পরীক্ষা হবে, এমনটা নয়। নজর থাকবে, ভারতের কম্বিনেশনেও। অনেকেই চাইছেন বিরাট কোহলি-রোহিত শর্মা ওপেন করুক। টিম ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নেয় কিনা, সেদিকেও সবার নজর।





spot_img

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...