Friday, December 19, 2025

ভারতের বিশ্বকাপ অভিযানে আজ নজরে নিউ ইয়র্কের ড্রপ ইন পিচ

Date:

Share post:

আইপিএলের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০টি দেশের হাড্ডাহাড্ডি লড়াই। যৌথ ভাবে বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু বিশ্বকাপের সেই আমেজ কোথাও যেন উধাও। এর প্রধান কারণ, ভারতীয় দল এখনও মাঠে নামেনি। আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারত। তবে বিশ্বকাপে আর এক ভিলেন পিচ। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রপ ইন পিচ। আইপিএলে চার-ছয়ের বন্যা দেখা গিয়েছে। টি-টোয়েন্টি ক্রিকেটে সেটাই মূল আকর্ষণ। কিন্তু বিশ্বকাপে এখনও পর্যন্ত লো স্কোরিং ম্যাচ হচ্ছে। ভারত-আয়ারল্যান্ড ম্যাচেও কি এমন পরিস্থিতি তৈরি হতে পারে?মার্কিন যুক্তরাষ্ট্রের ভেনুগুলির মধ্যে মূল আকর্ষণ নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়াম। এই মাঠে এখনও পর্যন্ত একটি ম্যাচই হয়েছে। দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কার সেই ম্যাচটি ব্যাটারদের কাছে আতঙ্কের কারণ হতে পারে। ড্রপ ইন সেট হতে এমনিতেই বেশ কিছুটা সময় লাগে। শ্রীলঙ্কা ম্যাচের পিচ যে পুরোপুরি সেট হয়নি, বলের বাউন্স দেখেই স্পষ্ট। বেশ কিছু ডেলিভারি কোনওরকমে হাঁটু অবধি উঠছিল। হাতে গোনা কিছু ডেলিভারিই ব্যাটারদের পছন্দ হতে পারে এতটা বাউন্স হয়েছে।

যদিও টুর্নামেন্ট শুরুর আগে এই মাঠে প্রস্তুতি ম্যাচ খেলেছে ভারত। বাংলাদেশের বিরুদ্ধে তুলনামূলক ভাবে ভালো পিচ ছিল। ভারত-আয়ারল্যান্ড ম্যাচেও ব্যবহার হতে পারে অন্য পিচ। এখানেই ধোঁয়াশা। সেই পিচ কেমন আচরণ করবে বলা কঠিন। নিউ ইয়র্কে যে পার্কে প্র্যাকটিশ সেরেছে ভারতীয় দল, সেখানকার নেটে অবশ্য ভাল পিচই ছিল। কেননা বাউন্স ঠিকঠাক ছিল, এমনকী গতিও। ফলে ব্যাটারদের শট খেলতে সমস্যা হয়নি। নিউ ইয়র্কে আজ পিচ কেমন আচরণ করবে, সেটাই যেন প্রধান আকর্ষণ।একই মাঠে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। পিচ যদি সমস্যা হয়ে না দাঁড়ায় আয়ারল্যান্ডের বিরুদ্ধে খুব একটা বেগ পাওয়ার কথা নয় ভারতীয় দলের। একদিক থেকে ভারতের কাছে এই ম্যাচটি পাকিস্তান ম্যাচের ওয়ার্ম আপও বলা যায়। তবে সেক্ষেত্রে একাদশ বাছাইয়ে পরীক্ষা হবে, এমনটা নয়। নজর থাকবে, ভারতের কম্বিনেশনেও। অনেকেই চাইছেন বিরাট কোহলি-রোহিত শর্মা ওপেন করুক। টিম ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নেয় কিনা, সেদিকেও সবার নজর।





spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...