Monday, January 12, 2026

‘আরও কাজ করব’, রেকর্ড জয়ে ডায়মন্ড হারবারবাসীকে ধন্যবাদ অভিষেকের

Date:

Share post:

তিনি রেকর্ড নিজেই গড়েন, নিজেই ভাঙ্গেন। লোকসভা নির্বাচনে (Loksabha Election) চার লক্ষ ভোটের ব্যবধানে জেতার চ্যালেঞ্জ নিয়েছিলেন। পাশে থাকার অনুরোধ করেছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের (Diamond Harbour Constituency) মানুষের কাছে। ভোটের রেজাল্ট বলছে শুধু বাংলায় নয় দেশের বুকে রেকর্ড ভোটে জিতে ইতিহাস তৈরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২০২৪ এর লোকসভা নির্বাচনে ৭ লক্ষ ১০ হাজার ৯৩০ ভোটের রেকর্ড ব্যবধানে জিতে এবার ডায়মন্ড হারবারের মানুষকে ধন্যবাদ জানালেন তৃণমূল (TMC) সাংসদ। এদিন এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন,

‘আমার প্রিয় ডায়মন্ড হারবার পরিবার,আমি আপনাদের অপ্রতিরোধ্য সমর্থন এবং বিশ্বাসের জন্য আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের ভালবাসা, আস্থা এবং বিশ্বাসের প্রতিদান দিতে আগামী পাঁচ বছর এবং পরবর্তীতেও আপনাদের জন্য কাজ করে যেতে চাই আমি।’

লোকসভা ভোটের ফলাফল (Loksabha Election result) সামনে আসতেই দেখা গেল বাংলা জুড়ে সবুজ ঝড়। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এতে অনেকটাই অবদান রয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। গত কয়েক মাস ধরে যেভাবে মাটি কামড়ে পড়ে থেকেছেন, দলের সংগঠনিক নেতাদের সঙ্গে একের পর এক বৈঠক ঠিক করে ভোটের রণকৌশল সাজিয়েছেন তাতে এই সাফল্য অভিষেকের প্রাপ্য ছিল। দু-তিনটে কেন্দ্র বাদ দিলে বাকি সব আসনেই প্রার্থীদের হয়ে প্রচারে গেছেন অভিষেক। শেষ বেলায় ভোট ছিল ডায়মন্ড হারবারে। সেখানে তাঁর জনপ্রিয়তা এতটাই বেশি যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পর্যন্ত প্রচারে গিয়ে বলেছিলেন ‘এখানে যা বলার অভিষেক বলে দিয়েছে আর যা করার ওই করেছে।’

সাতগাছিয়া হোক বা ফলতা, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সব কটা বিধানসভাতেই শুরু থেকেই এগিয়েছিলেন অভিষেক এবং শেষ হাসি তিনিই হেসেছেন। নির্বাচনী গণনার হিসেব বলছে অভিষেক এই কেন্দ্রে পেয়েছেন ১০ লক্ষ ৪৮ হাজার ২৩০ ভোট। আর বিজেপি প্রার্থী পেয়েছেন মাত্র ৩ লাখ ৩৭ হাজার ৩০০ ভোট। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই সাফল্য জাতীয় রাজনীতিতেও তৃণমূলের গুরুত্ব অনেকটাই বাড়ালো বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...