ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড

দলীপ ট্রফিতে নির্বাচক কমিটি চারটি দল তৈরি করবে, যারা একে অপরের বিরুদ্ধে খেলবে।

ঘোরোয়া ক্রিকেটের সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মরশুম শুরু হতে চলেছে ৫ সেপ্টেম্বরে দলীপ ট্রফি দিয়ে। তারপর হবে ইরানি ট্রফি। অক্টোবরে শুরু হবে রঞ্জিট্রফি। তবে দুটি ভাগে হবে রঞ্জি। রঞ্জির গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচের বিরতি থাকবে। তখন আয়োজিত হবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয়হাজারে ট্রফি। এই দুটিই সাদা বলের টুর্নামেন্ট।

দলীপ ট্রফিতে নির্বাচক কমিটি চারটি দল তৈরি করবে, যারা একে অপরের বিরুদ্ধে খেলবে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে হবে প্রতিযোগিতা। দলীর ট্রফির পর রয়েছে ইরানি কাপ। তারপরে শুরু হবে রঞ্জি ট্রফি। প্রথম পর্বে লিগের পাঁচটি ম্যাচ খেলা হবে। এরপর শুরু হবে সাদা বলের ক্রিকেট। প্রথমে টি-২০ ফর্ম্যাটে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং পরে ৫০ ওভারে বিজয়হাজারে ট্রফির আয়োজন করা হবে। এরপর ফের রঞ্জি ট্রফি শুরু হবে। লিগ পর্বের বাকি দু’টি ম্যাচ হবে। তারপরে নকআউট পর্বের খেলা শুরু হবে।

এই নিয়ে বোর্ড সচিব জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন , “ক্রিকেটারদের সুস্থ রাখতেই ম্যাচের মাঝে ব্যবধান বাড়ানো হয়েছে। ফলে রিকভারি এবং নিজের সেরা ফর্মে থাকার অবকাশ পাওয়া যাবে।”

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর শুভেচ্ছায় আপ্লুত সুনীল, আর কী বললেন ভারতের প্রাক্তন অধিনায়ক ?

Previous articleপুজোর আগেই ফের ভোট! এবার রাজ্যের ৯ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন
Next articleব্রেন ডেথে মরণোত্তর অঙ্গদানের সিদ্ধান্ত, পিন্টুর অঙ্গ ফেরাল বহু প্রাণ