Thursday, August 21, 2025

সুকান্ত-র পদে দিলীপ? আশা নয়, আশঙ্কায় ভুগছেন শুভেন্দু

Date:

Share post:

বিজেপির এক ব্যক্তি এক পদ নীতি মেনে যদি বিজেপি রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদার মন্ত্রীত্ব পান তবে রাজ্য সভাপতির পদ তাঁকে ছাড়তে হবে। সেক্ষেত্রে কী আবারও রাজ্য সভাপতির পদে বসতে পারেন দিলীপ ঘোষ? দিল্লির সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট সদ্য পরাস্ত বিজেপি নেতার পক্ষেই কথা বলছে। যদিও রাজ্য বিজেপির একাংশ এখনও আশা করছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সুযোগ দিতে পারে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। তবে পাল্লা কিছুটা হলেও ভারী দিলীপের দিকেই।

দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি থাকাকালীন সর্বোচ্চ ক্ষমতার স্বাদ পেয়েছিল বিজেপি। লোকসভায় ১৮ জন সাংসদ থেকে বিধানসভায় ৭৭ জন বিধায়ক পাঠাতে পেরেছিল বিজেপি। সেই সঙ্গে এক ঝাঁক বিরোধী দলের শীর্ষ নেতৃত্বকে বিজেপিতে টেনে দলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কাজ করেছিলেন দিলীপ। সেই সঙ্গে আরএসএস-এর পূর্ণ সমর্থন রয়েছে দিলীপের সঙ্গে। সেই সঙ্গে নিজের কেন্দ্র থেকে বর্ধমান দুর্গাপুর আসন থেকে লড়াই করার দলীয় নির্দেশ মেনে এই লোকসভা নির্বাচনেও শীর্ষ নেতৃত্বের আস্থা রেখেছেন দিলীপ।

তবে নব্য বিজেপি গোষ্ঠীর দাবি, যেভাবে লোকসভা নির্বাচনের আগে নিজের পছন্দের প্রার্থীদের জায়গা করে দেওয়ার জন্য দিল্লির লবির সঙ্গে সুসম্পর্ক রেখে এগিয়েছিলেন শুভেন্দু, রাজ্য় সভাপতি পদ পাওয়ার জন্যও সেইভাবেই এগোবেন। ফলে মেদিনীপুর কেন্দ্রের মতো রাজ্য সভাপতির পদ থেকে দিলীপকে সরিয়ে ফেলাও কঠিন হবে না সুকান্তর কাছে। সেই চেষ্টা তিনি দ্বিগুণ উৎসাহে করবেন, যেহেতু প্রাক্তন রাজ্য সভাপতি নিজের সোশ্যাল মিডিয়ায় ‘ওল্ড ইজ গোল্ড’ পোস্ট করে আলোড়ন ফেলে দিয়েছেন। কারণ শুভেন্দু স্বাভাবিকভাবেই বুঝতে পেরেছেন দিলীপ দায়িত্বে এলে তাঁর মৌরুশিপাট্টা আর চলবে না।

মোদির মন্ত্রিসভার শপথ গ্রহণের আগে দিল্লিতে ডাক পেয়েছেন দিলীপ ঘোষ। যেখানে পরাজয়ের পরেও তাঁর দিল্লির কাছে গুরুত্ব বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে দিল্লির দুএকজনকে ম্যানেজ করে যদি রাজ্য সভাপতির পদে উঠে আসেন শুভেন্দু, সেক্ষেত্রে বিধানসভার বিরোধী দলনেতার পদ খালি হয়ে যাবে। সেখানে তুলে আনা হতে পারে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষকে, এমন আলোচনাও রাজনৈতিক মহলে। সেক্ষেত্রে আরও এক দলবদলু নেতাকে প্রথম সারিতে বসানোর চেষ্টা করতে পারে নব্য বিজেপি লবি।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...