Saturday, November 8, 2025

মোহনবাগানের প্রথম জাতীয় লিগ জয়ী কোচ টিকে চাত্তুনি প্রয়াত

Date:

Share post:

প্রয়াত মোহনবাগানের প্রাক্তন কোচ টিকে চাত্তুনি। দীর্ঘদিন ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে পর হার মানলেন তিনি । । বুধবার সকালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৬ বছর। সবুজ-মেরুন ব্রিগেডকে প্রথম বার জাতীয় লিগ জিতিয়েছিলেন কেরল থেকে আসা চাত্তুনি।১৯৯৭ সালে ইস্টবেঙ্গলকে হারিয়ে ফেডারেশন কাপ জিতেছিল সালগাঁওকার। সেই দলের কোচ ছিলেন চাত্তুনি। ১৯৯৮ সালে অমল দত্তের জায়গায় বাগান কোচ করে আনে চাত্তুনিকে। সে বছরই মোহনবাগান প্রথম জাতীয় লিগ চ্যাম্পিয়ন হয়। চাত্তুনি ভাস্কো, ওরকে মিলস, সেকেন্দ্রাবাদের হয়ে খেলেছেন। জাতীয় দলেও খেলেছেন তিনি। ১৯৭৩ সালে মারডেকা কাপে ভারতীয় দলের সদস্য ছিলেন। সন্তোষ ট্রফি খেলেছেন সার্ভিসেস, গোয়া ও মহারাষ্ট্রের হয়ে।

খেলোয়াড় জীবনের মতো কোচিং জীবনেও বেশ কিছু ক্লাবের দায়িত্ব নিয়েছেন তিনি। কেরল পুলিশ, কোচি এফসি, সালগাঁওকর, মোহনবাগান, ভিভা কেরলের মতো দলের কোচ ছিলেন তিনি। কলকাতায় বেশি দিন কোচিং না করালেও শহরে এলেই সবুজ-মেরুন তাঁবুতে যেতেন চাত্তুনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ফুটবল মহলে।

প্রাক্তন ফুটবলার তথা মোহনবাগানের ঘরের ছেলে সত্যজিত চট্টোপাধ্যায় বলেছেন, ‘সালগাঁওকর থেকে মোহনবাগান দলের দায়িত্ব নিতে কলকাতায় এসেছিলেন টিকে চাত্তুনি। সেবার মোহনবাগান বেশ ছন্দে ছিল। অমল দার যে সিস্টেম, সেই সিস্টেমের সঙ্গে ভারসাম্য রেখেই দলের কম্বিনেশন গড়ে তুলেছিলেন টিকে চাত্তুনি, তাতে ফুটবলারদের খেলতে সুবিধা হয়েছিল, আর দলকেও শ্রেষ্ঠ সাফল্যে নিয়ে গেছিলেন তিনি। কেরালা থেকে এসে কলকাতার এক প্রধানের কোচিং করানো আর এসেই সাফল্য দেওয়ার কাজটা যথেষ্ট কঠিন, কিন্তু সেই কাজই করে দেখিয়েছিলেন তিনি।তাঁর চলে যাওয়া ভারতীয় ফুটবলের জন্য বড় ক্ষতি’।

 

spot_img

Related articles

পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

শনিবার ঘোষণা হয়েছে সংসদের শীতকালীন অধিবেশনের। সংসদীয় মন্ত্রী জানিয়েছেন ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...