Thursday, August 28, 2025

চাঁপদানিতে  প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির কোচিং সেন্টারে বিনামূল্যে পড়াবেন পুলিশ কমিশনার

Date:

Share post:

চাঁপদানি পুরসভার উদ্যোগে চন্দননগর কমিশনারেটের সহযোগিতায় চালু হল প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রস্তুতির কোচিং সেন্টার “স্টেয়ার টু সাকসেস।” মঙ্গলবার চাঁপদানি পুরভবন সংলগ্ন ভবনে কোচিং সেন্টারের  উদ্বোধন করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। উপস্থিত ছিলেন, ডিসি হেডকোয়ার্টার ঈশানি পাল, ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইন, পুরসভার চেয়ারম্যান সুরেশ মিশ্র। এই কোচিং সেন্টারে আগামীদিনে ডব্লুবিসিএস, রেল, ইউপিএসসি, পুলিশ, ব্যাঙ্ক সহ সরকারি চাকরির পরীক্ষার কোচিং দেবেন পুলিশের আধিকারিকরা।

শুধুমাত্র কোচিং নয়, সঙ্গে পড়ুয়ারা পাবে বই সহ শিক্ষা সামগ্রী।  পুলিশ কমিশনার জানিয়েছেন, পড়ুয়াদের জন্য একটি গ্রন্থাগার তৈরি করা হয়েছে। সেখানে কোচিং সংক্রান্ত যাবতীয় বই থাকছে। এই কোচিং হবে সম্পূর্ণ বিনামূল্যে। বুধবার থেকে পড়ুয়াদের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পরবর্তী কয়েক দিনের মধ্যেই ছাত্র ছাত্রীদের নিয়ে কোচিং চালু করে দেওয়া হবে।

পুলিশ কমিশনার আরও বলেন, রামনবমীর সময় চাঁপদানিতে টেনশন ছিল।আমরা পুরসভার উদ্যোগে রামনবমী ও মসজিদ কমিটির সঙ্গে মিটিং করে ঠিক করি চাঁপদানি এলাকার যুবক যুবতীদের জন্য চাকরির পরীক্ষার কোচিং এর ব্যবস্থা করা হবে।সবাই সম্মত হয়। চাঁপদানি মূলত জুটমিল এলাকা। মিশ্র ভাষাভাষী মানুষের বাস।অর্থনৈতিক ভাবে কিছুটা পিছিয়ে পড়া।যারা উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে পড়ছে, তাদের চাকরির পরীক্ষার প্রশিক্ষণ নিতে সমস্যায় হয়।তাদের কথা ভেবে বিনা মূল্যে এই কোচিং চলবে।ছাত্র ছাত্রীদের ভবিষ্যত গড়তে খোদ পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা পড়াবেন। চাঁপদানি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন দাস, এর আগে শেওড়াফুলি ফাঁড়ির ইনচার্জ থাকা কালীন এই ধরনের উদ্যোগ নিয়ে ছিলেন।

 

spot_img

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...