Tuesday, November 11, 2025

প্রসেন-পর্ণার ‘ অযোগ্য’ গল্পে নিজের কবিতা শুনে আপ্লুত সৃজা

Date:

Share post:

প্রসেনজিৎ-ঋতুপর্ণা (Prosenjit Chatterjee & Rituparna Sengupta) জুটির পঞ্চাশতম সিনেমা ঘিরে সাধারণ দর্শকের উন্মাদনা তুঙ্গে। ছবি মুক্তির ৫ দিন পরেও হাউসফুল বোর্ড হাসি ফুটিয়েছে নির্মাতা – পরিচালকের মুখে। খুশি বাংলা সিনেমার অন্যতম দুই স্তম্ভ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এই সিনেমা দেখে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত সৃজা ঘোষ গড়াই (Srija Ghosh)। সিনেমায় তাঁর কবিতা ব্যবহার করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। ঋতুপর্ণার কণ্ঠে নিজের কবিতা শুনে আর তার দৃশ্যায়নে মোহিত সৃজা আপ্লুত লেখিকা সমাজমাধ্যমে শেয়ার করলেন তাঁর অনুভুতি।

সিনেমায় পোয়েটিক জাস্টিস বলতে যা বোঝায় ‘বছর চারেক পর’ কবিতা যেন ঠিক সেই কাণ্ড ঘটিয়ে ফেলল। যাঁরা সিনেমা দেখেছেন তাঁরা জানেন শেষের দিকে ভীষণ প্রাসঙ্গিক একটা দৃশ্যে, অবিশ্বাস্য অভিনয়ে, অসম্ভব নিখুঁত গলায়, গোটা হল জুড়ে শোনা গেছে কটা লাইন। ক্রেডিট লাইনে ভেসে এলো নাম- কবিতা সৌজন্য সৃজা ঘোষ। ততক্ষণে ভাষা হারিয়েছেন স্বয়ং স্রষ্টা। সমাজমাধ্যমে স্ক্রিন শট শেয়ার করে নিজেই জানিয়েছেন যে পরিচালক তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। প্রিমিয়ারে তারকাদের মুখোমুখি হয়ে সকলের শুভেচ্ছা পেয়েছেন সৃজা। একটা সিনেমায় ঠিক কতগুলো অনুভূতি ধরা যায়? ‘অযোগ্য’ সিনেমায় আসলে রহস্য-রোজনামচা, বৈষম্য-বিরহ, প্রতিশোধ-প্রেম, ভয়-ভবিতব্য সবটা মিলেমিশে একাকার হয়েছে। সৃজার কথায়, মন কেমনের ছবি কিংবা মন ভাল করা ছবি; প্রেমের রসায়ন বা জুটির ম্যাজিক এই সবকিছুর জন্য এই সিনেমা দেখা ‘মাস্ট’! প্রিমিয়ারে ঋতুপর্ণার সঙ্গে সৃজার দেখা হওয়া মাত্রই নায়িকা বলেন, “ওমা! তাই? তুমিই লিখেছ। অসাধারণ গো। এই আমি ঠিক করে বলতে পেরেছি তো?” সেই কথা নিজের পোস্টে উল্লেখ করে সৃজা জানান, এই কবিতা আসলে ‘প্রাক্তন’ দেখেই লিখেছেন তিনি। তার ব্যবহার হল ‘অযোগ্য’ ছবিতে, এ যেন সত্যিই এক অদ্ভুত সমাপতন!

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...