Saturday, November 29, 2025

কোচবিহারে বিজেপির ভাঙন অব্যাহত, ফের বিজেপির পঞ্চায়েত তৃণমূলের দখলে

Date:

Share post:

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কোচবিহারে হারতে হয়েছে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আর জেলার একমাত্র লোকসভায় হারের পর থেকেই কোচবিহারে গেরুয়া শিবির কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। দলে দলে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক লেগেছে। প্রধান, উপ-প্রধান সহ একের পর সদস্য পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করছেন। রাতারাতি গেরুয়া পঞ্চায়েতে হয়ে যাচ্ছে সবুজ।

সেই তালিকায় নয়া সংযোজন ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা হারালো বিজেপি।কোচবিহার উত্তর বিধানসভার ঢাংঢিংগুড়ি গ্রাম পঞ্চায়েতে আজ, বুধবার ৩ জন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। ফলে এখানে তৃণমূলের সদস্য সংখ্যা হল ১২। আর বিজেপিতে থাকল ১১ জন।

অন্যদিকে, মাথাভাঙাতেও এদিন তৃণমূলে যোগ দিলেন বিজেপির ২জন পঞ্চায়েত সদস্য। মাথাভাঙা-২ ব্লকের বড়শৌলমারি গ্রামপঞ্চায়েত এলাকার দু’জন বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেন। আজ, বুধবার কোচবিহারে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ ভৌমিকের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়েছেন তাঁরা। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ধারাবাহিকভাবে দলবদলের ঘটনা চলছে মাথাভাঙা-২ ব্লকে।

এর আগে তুফানগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।বলরামপুর ২ গ্রাম পঞ্চায়েতের ৭ জন সদস্যের মধ্যে প্রধান সহ ৫ জন যোগ দেন তৃণমূলে।।দিনহাটায় একই দিনে বিজেপির ৩ গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এসেছে।

ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং মাতালহাট গ্রাম পঞ্চায়েতের পর ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ৫ বিজেপি সদস্য তৃণমূলে যোগ দিয়েছিলেন। তাদের তৃণমূলে যোগদান করান দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পঞ্চায়েত ভোটে ১২ সদস্যের ভেটাগুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৭টি আসন দখল করে বিজেপি। তৃণমূল ৫টি আসনে জয়ী হয়।

দলবদলের ফলে গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০। ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এবং মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বিজেপি সদস্যরা তৃণমূলে যোগ দেন।

 

 

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...