Sunday, August 24, 2025

উল্টোডাঙার আবাসনে অটো-মিছিল: জট কাটলো, খুশি আবাসিকরা

Date:

Share post:

উল্টোডাঙ্গা আবাসনে অটো মিছিলের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনা নিয়ে বিরক্তি প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এর পর মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার সন্ধেয় আবাসনে যান ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু ও তৃণমূল নেতা কুণাল ঘোষ। তৃণমূলের তরফ থেকে তাঁরা স্পষ্ট বার্তা দেন, যে ঘটনা ঘটেছে তার জন্য তাঁরা দুঃখিত। ভবিষ্যতে কারও কোথাও কোনও অসুবিধা হবে না। আবাসনে অটো মিছিলের ঘটনা নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী পদক্ষেপ গ্রহণ করায় আপ্লুত আবাসিকরা। তাঁরা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সহৃদয় মনোভাব তাঁরা চিরদিন মনে রাখবেন।

লোকসভা ভোটে জয়ের পরেই উল্টোডাঙার একটি আবাসনে ঢুকে অটো মিছিল করে তৃণমূল। ঘটনার কথা কানে যায় স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিষয়টি নজরে আসে অভিষেকেরও। এনিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তিরঞ্জন ও কুণালকে আবাসনে গিয়ে কথা বলার নির্দেশ দেন। সেই মতো এদিন দুজনে গিয়েই আবাসিকদের সঙ্গে কথা বলেন। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। কিন্তু আবাসিকরা পাল্টা জানান, অটোমিছিলে তাঁদের কোনও সমস্যা হয়নি। উল্টে এই জয়ের আনন্দে তাঁরা নিজেরাই সামিল হতে চেয়েছিলেন। কিছু লোক এই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। যার থেকেই ভুল বোঝাবুঝির সৃষ্টি। স্থানীয় কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুর প্রশংসা করেন আবাসিকরা।

কুণাল ঘোষ জানান, যদি একজন, দুজনও অসুবিধে ভোগ করে থাকেন সেই ঘটনা অনভিপ্রেত। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, কোনও ভাবেই কারও অসুবিধের কারণ হবে না তৃণমূল। তবে প্রকৃত ঘটনা আবাসিকদের কাছ থেকে জানার পর তিনি সে কথা দলের শীর্ষ নেতৃত্বের কাছে জানিয়ে দেবেন বলে মন্তব্য করেন কুণাল। আবাসিকদের যে কোনও সমস্যায় পাশে থাকার বার্তা দেন স্থানীয় কাউন্সিলর।

সারা কলকাতার শতাধিক ওয়ার্ডের মধ্যে ৩২ নম্বর ওয়ার্ডের একটি আবাসনের ঘটনাতেও যে মুখ্যমন্ত্রী স্বয়ং পদক্ষেপ করেছেন, তার জন্য তাঁকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন আবাসিকরা।

আরও পড়ুন- মোদির সফরের আগেই গান্ধীমূর্তি ভাঙচুর! ইতালিতে খালিস্তানি ‘সন্ত্রাস’

 

 

spot_img

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...