Monday, January 12, 2026

যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার মৃত্যুর মুখে ৮০০০ শিশু, WHO-র রিপোর্টে চাঞ্চল্য!

Date:

Share post:

সময় গড়ালেও যুদ্ধ যেন পিছু ছাড়ছে না! ইজরায়েলি সেনার দাপটে ইতিমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা (Gaza Strip)। মুহুর্মুহু হামলার জেরে একেবারে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের বাড়ি ঘর থেকে শুরু করে হাসপাতাল। একের পর এক হাসপাতাল। এমন পরিস্থিতিতে ভয়ঙ্কর তথ্য সামনে আনল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গাজা ভূখণ্ডে বিনা চিকিৎসা এবং অনুষ্টিজনিত কারণে মৃত্যুর সঙ্গে লড়াই করছে কমপক্ষে ৮ হাজার প্যালেস্টাইনি শিশু (Palestine Children)! এদের সকলেরই বয়স পাঁচ বছর বা তার কম। এমন তথ্য সামনে আসতেই রীতিমতো দেশজুড়ে হইচই পড়ে গিয়েছে। শিশুদের অবস্থা এতটাই সঙ্কটজনক যে তাদের খাওয়ার জন্য যেমন কোনো ওষুধ নেই তেমনি চিকিৎসার জন্য নেই কোনও হাসপাতাল। এখন শুধু মৃত্যুকে সামনে থেকে দেখা ছাড়া আর কোনও রাস্তাই খোলা নেই।


ইতিমধ্যে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবিলম্বে অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সাহায্য পৌঁছনোর আবেদন জানিয়েছে তেল আভিভের কাছে। হু-র তরফে সাফ জানানো হয়েছে, একেবারে বিপর্যয়ের কিনারায় পৌঁছে গিয়েছে গাজা। অবিলম্বে যুদ্ধবিরতি না হলে শিশুমৃত্যুর মিছিল দীর্ঘতর হবে বলে আশঙ্কাপ্রকাশ করা হয়েছে। কিন্তু কতদিনে এই পরিস্থিতি বদল হয় সেদিকেই নজর থাকবে বিশ্বের।


দিন কয়েক আগেই রাষ্ট্রসংঘের এক পরিসংখ্যানে উঠে এসেছিল চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা গিয়েছে, ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত চার বছরে সারা পৃথিবীতেও যত শিশুর মৃত্যু হয়েছে, তাকে ছাপিয়ে গিয়েছে বছরভর গাজা ভূখণ্ডে নিহত প্যালেস্টাইনি শিশুর সংখ্যা। এর পাশাপাশি অনাহার এবং অপুষ্টিজনিত কারণেও বহু শিশুর মৃত্যু হয়েছে সেখানে। ইতিমধ্যে সেই সংখ্যা প্রায় ১৬ হাজারে পৌঁছে গিয়েছে।


spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...