Wednesday, November 5, 2025

বৃদ্ধাকে একা পেয়ে অবাধে ডাকাতি! হাত-পা বেঁধে সোনা-নগদ লুঠ করে চম্পট দুষ্কৃতীদের, চাঞ্চল্য ব্যান্ডেলে

Date:

Share post:

আসানসোলের পর এবার হুগলির (Hoogly) ব্যান্ডেল (Bandel)। ব্যান্ডেলের নলডাঙায় ভোর রাতে ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর বাড়িতে একা পেয়ে বৃদ্ধার হাত-পা বেঁধে সোনার গয়না ও নগদ ৩৫ হাজার টাকা লুঠ করে চম্পট দিল ৪ দুষ্কৃতী। পুরো বিষয়টি এমনভাবে সাজানো হয়েছিল যে স্থানীয়রাও ডাকাতির ঘটনা টের পাননি বলে দাবি করা হচ্ছে।

সূত্রের খবর, নলডাঙায় নিজের বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা। শুক্রবার ভোররাতে ঘরে ঢুকে হাত-পা বেঁধে গয়না ও আলমারি খুলে বৃদ্ধার পেনশনের ৩৫ হাজার টাকাও লুঠ করে দুষ্কৃতীদল। বৃদ্ধার দাবি, ৪ দুষ্কৃতীই নেশাগ্রস্ত ছিল, ডাকাতি করতে এসে একজন ঘুমিয়েও পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধার নাম রেনু পাল(৬৮)। তাঁর দুই মেয়ে। বড় মেয়ে অদিতি বন্দ্যোপাধ্যায় ব্যান্ডেলের ওলাইচন্ডীতলায় থাকেন এবং ছোটো মেয়ে সোনালী শিন্ডে থাকেন মুম্বইতে। বিগত দু-মাস ছোটো মেয়ের বাড়ি মুম্বইতেই ছিলেন বৃদ্ধা। সে সময় বাড়ি বন্ধই ছিল। গত সোমবার নিজের বাড়িতে ফেরেন। আর শুক্রবার ভোর রাতে ঘুম থেকে উঠে বাথরুম যান। বেরিয়ে দেখেন ঘরে বসে আছে চার যুবক। তাদের মাথায় স্পট লাইট লাগানো।

এদিকে বৃদ্ধার অভিযোগ, বাথরুম থেকে ঘরে ঢুকতেই তাঁকে প্রাণে মারার হুমকি দিয়ে হাত পা বেঁধে ফেলে ৪ দুষ্কৃতী। পরে বৃদ্ধার শরীর থেকে সোনার গহনা খুলে নেয়। এরপর বৃদ্ধার থেকে চাবি নিয়ে আলমারি খুলে নগদ ৩৬ হাজার টাকা বের করে নেওয়ার পাশাপাশি আলমারিতে তল্লাশি চালিয়ে একটা ভাল শাড়িও নিয়ে যায় দুষ্কৃতীরা। প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে চলে এই কান্ড। দুষ্কৃতীদের বয়স ২২ থকে ২৪ এর মধ্যে বলে জানিয়েছেন বৃদ্ধা। তবে ভোররাতে এমন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।


spot_img

Related articles

সেটে গুরুতর অসুস্থ জিতু! ভর্তি হাসপাতালে

আচমকা শুটিং সেটে গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। বুধবার, 'এরাও মানুষ'-এর সেটে আচমকাই বুকে ব্যথা অনুভূব...

রাজ্যে চালু হচ্ছে ফেসলেস মোটরগাড়ি পরিষেবা, আধার যাচাইকরণেই মিলবে ৫০টি সেবা 

পরিবহন পরিষেবাকে আরও দ্রুত, স্বচ্ছ এবং নাগরিক-বান্ধব করতে বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। পরিবহন দফতর জানিয়েছে, মোট ৫০টি...

SIR-এর প্রতিক্রিয়া! শিখদের স্বাগত, পাক সীমান্তে আটকে দেওয়া হল হিন্দুদের

অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতিতে ভারত-পাক সীমান্ত দিয়ে সাধারণ মানুষের যাতায়াত এখনও স্বাভাবিক হয়নি। তারই মধ্যে গুরু নানক জয়ন্তীতে...

অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ, বীরভূমে জালে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার

গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের (Rape) অভিযোগে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছ বীরভূমের (Birbhum)...