Sunday, August 24, 2025

আজ ইউরো কাপে স্পেন বনাম ক্রোয়েশিয়া, নামছে ইতালিও

Date:

Share post:

আজ ইউরো কাপে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথমে নামছে ক্রোশিয়া বনাম স্পেন। আর রাত সাড়ে ১২টায় নামছে ইতালি বনাম আলবেনিয়া। আজ সেই দিকেই নজর ফুটবল বিশ্বের।

রবার্তো মানচিনির প্রশিক্ষণে তিন বছর আগে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো জেতার পরেও কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি আজুরিবাহিনী। ইউরোয় খেতাব রক্ষার লড়াইয়ে কঠিন গ্রুপে রয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ‘বি’ গ্রুপে ইতালি, আলবেনিয়া ছাড়াও রয়েছে স্পেন ও ক্রোয়েশিয়া। গ্রুপ অফ ডেথে শনিবার একই দিনে স্পেন-ক্রোট দ্বৈরথের দিকেও নজর থাকবে ফুটবল দুনিয়ার।

গত ইউরো জয়ের পর টানা ব্যর্থতায় মানচিনিকে সরিয়ে লুসিয়ানো স্পালেত্তিকে কোচের হটসিটে বসায় ইতালি। দায়িত্ব নিয়েই নতুন করে দলগঠন করে ইউরোর জন্য প্রস্তুতি শুরু করেন স্পালেত্তি। ঐতিহ্যগতভাবে ইতালির রক্ষণই টিমের শক্তি। রক্ষণে এবার ইন্টার মিলানের আলেজান্দ্রো বাসতোনি এবং ফেডেরিকো ডিমার্কো বড় ভরসা। সঙ্গে জুভেন্টাসের আন্দ্রে ক্যাম্বিয়াসো এবং নাপোলির জিওভান্নি লোরেনজো থাকছেন। রক্ষণাত্মক খোলস ছেড়ে মানচিনির সময় থেকেই পাসিং নির্ভর আক্রমণাত্মক ফুটবল খেলছে আজুরিরা। স্পালোত্তি এসেও ঘরানা বদলাননি।

সাফল্য পেতে মাঝমাঠের নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গায় বড় ভূমিকা পালন করতে পারেন ইন্টার মিলানের প্লে-মেকার নিকোলো বারেল্লা। গোল করার জন্য ফেডেরিকো চিয়েসা, এল শারাওয়ি, মাতিও রেতেগুইরা রয়েছেন। কোচ স্পালেত্তি আশাবাদী, লড়াই কঠিন হলেও খেতাব ধরে রাখার চেষ্টায় সেরা ফুটবলই খেলবে ইতালি।

‘বি’ গ্রুপের অন্য ম্যাচে এদিন তিকিতাকার শ্রষ্টা স্পেনের বিরুদ্ধে পাল্টা পাসিং ফুটবলেই বাজিমাত করতে চায় লুকা মদরিচদের ক্রোয়েশিয়া। স্প্যানিশ কোচ লা ফুয়েন্তে বলেছেন, ‘‘সাত-আটটা দল কাপ জয়ের দাবিদার। আমরাও কিন্তু সেই দলে রয়েছি। শুরুটা ভাল করতে চাই আমরা।’’

শনিবার আরও একটি ম্যাচ রয়েছে। ‘এ’ গ্রুপের লড়াইয়ে সুইজারল্যান্ড ও হাঙ্গেরি মুখোমুখি হচ্ছে।

আরও পড়ুন- জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু জার্মানির

spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...