Friday, August 22, 2025

রুদ্রপ্রয়াগে ভয়াবহ পথদুর্ঘটনা! ২৩ যাত্রী নিয়ে খাদে গাড়ি

Date:

Share post:

নয়ডা থেকে রুদ্রপ্রয়াগ যাওয়ার পথে ভয়াবহ পথদুর্ঘটনা। শনিবার, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ (Rudraprayag) জেলায় ২৩ জন যাত্রী নিয়ে একটি টেম্পো ট্রাভেলার গভীর খাদে পড়ে। এখনও পর্যন্ত ৮জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আহত অনেকে। পুলিশ (Police), SDRF এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami)। তিনি জানান, জেলাশাসককে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।গাড়ওয়ালের আইজি করণ সিং নাগনিয়াল জানান, “রুদ্রপ্রয়াগ (Rudraprayag) পুলিশ সুপার ঘটনাস্থলে রয়েছেন। টেম্পো ট্রাভেলারটি নয়ডা থেকে রুদ্রপ্রয়াগের দিকে আসছিল। সেটা ১৫০-২০০ মিটার গভীর আলকনন্দা নদীর খাদে পড়ে। ঘটনাস্থল থেকেই ৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই আরও একজনের মৃত্যু হয়। চালক গুরুতর আহত। পুলিশ, এসডিআরএফ এবং স্থানীয় লোকজন উদ্ধার চালাচ্ছে।”

ঘটনায় শোকপ্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে লেখেন, “ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাঁর চরণে যেন মৃতদের আত্মাকে আশ্রয় দেন তিনি। মৃতদের পরিবারকে এই কষ্ট সহ্য করার শক্তি দিন তিনি। আহতদের দ্রুত আরোগ্য চেয়ে বাবা কেদারের কাছে প্রার্থনা করছি।“

উত্তরাখণ্ডে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ডান্ট মণিকান্ত মিশ্র জানান, এদিন সকালে গাজ়িয়াবাদ থেকে হৃষীকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক ধরে যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। বেলা সাড়ে ১১টা নাগাদ রুদ্রপ্রয়াগ শহরের কাছে পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান বলে অনুমান। গাড়িটি রাস্তা থেকে গড়িয়ে প্রায় ১৫০ থেকে ২০০ মিটার নীচে অলকানন্দা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় প্রশাসন এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী।




spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...