Friday, November 7, 2025

দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে অশান্ত শালিমার! উত্তেজনা থামাতে মোতায়েন র‍্যাফ

Date:

Share post:

পার্কিং (Parking) ও প্রোমোটিং সিন্ডিকেটের (Promoting Syndicate) জেরে বিবাদ! আর সেই ঝামেলাকে কেন্দ্র করেই রবিবার দুপুরে অশান্ত হয়ে উঠল শালিমার (Shalimar) স্টেশন সংলগ্ন এলাকা। শিয়ালদহ বা হাওড়ার মতো ব্যস্ত না হলেও বর্তমানে শালিমার স্টেশন থেকে প্রচুর দুরপাল্লার ট্রেন ছাড়ার কারণে বেশ জনসমাগম হয় সেখানে। রবিবারও সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু আচমকাই পার্কিং ও প্রোমোটিং সিন্ডিকেট নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে তা চরমে পৌঁছয় বলে খবর। পুলিশকে অমান্য করেই চলে দুপক্ষের মধ্যে ইটবৃষ্টি। এমনকি স্টেশনের বাইরে রাখা একাধিক গাড়ি ও বাইকে চলে ভাঙচুর। তবে এখানেই শেষ ন্য, বাড়িতে ঢুকে মহিলাদেরও মারধরের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় পার্কিং ও প্রমোটিংয়ে মালপত্র সরবরাহ নিয়ে অনেকদিনের ঝামেলা রয়েছে। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এমনকী পার্কিংয়ের টাকা ভাগাভাগি নিয়েও দুপক্ষের মধ্যে অশান্তি ছিল। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধেয়। এদিন একটি টোটো পার্কিং নিয়ে গন্ডগোলের  শুরু। স্থানীয় সূত্রে খবর, একজনের টোটো উল্টে দেওয়া হয়েছিল। সেই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা হয়। পরে নিজেদের মধ্যে মিটমাট করে নেয় দুপক্ষই। এদিকে রবিবার স্থায়ী মীমাংসার জন্য দুপক্ষের মধ্যে আলোচনাসভার আয়োজন করা হলেও সমস্যা সমাধান তো দূর ফের তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একে অপরকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। পাশাপাশি রীতিমতো ভাঙচুর চালানো হয় শালিমার স্টেশন লাগানো পার্কিং এলাকায়। কয়েকটি বাইকও ভেঙে দেওয়া হয়।

তবে এদিন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে যে উত্তেজনা দমন করতে এলাকায় নামানো হয় র‍্যাফ। কিন্তু ঘটনার পর থেকেই এলাকা থমথমে রয়েছে বলে খবর। পাশাপাশি নতুন করে আর যেন কোনও অশান্তি না হয় সেকারণে ইতিমধ্যে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। আধাসেনাও মোতায়েন রয়েছে এলাকায়।

 

 

spot_img

Related articles

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...