Sunday, August 24, 2025

দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে অশান্ত শালিমার! উত্তেজনা থামাতে মোতায়েন র‍্যাফ

Date:

Share post:

পার্কিং (Parking) ও প্রোমোটিং সিন্ডিকেটের (Promoting Syndicate) জেরে বিবাদ! আর সেই ঝামেলাকে কেন্দ্র করেই রবিবার দুপুরে অশান্ত হয়ে উঠল শালিমার (Shalimar) স্টেশন সংলগ্ন এলাকা। শিয়ালদহ বা হাওড়ার মতো ব্যস্ত না হলেও বর্তমানে শালিমার স্টেশন থেকে প্রচুর দুরপাল্লার ট্রেন ছাড়ার কারণে বেশ জনসমাগম হয় সেখানে। রবিবারও সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু আচমকাই পার্কিং ও প্রোমোটিং সিন্ডিকেট নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে তা চরমে পৌঁছয় বলে খবর। পুলিশকে অমান্য করেই চলে দুপক্ষের মধ্যে ইটবৃষ্টি। এমনকি স্টেশনের বাইরে রাখা একাধিক গাড়ি ও বাইকে চলে ভাঙচুর। তবে এখানেই শেষ ন্য, বাড়িতে ঢুকে মহিলাদেরও মারধরের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, শালিমার স্টেশন সংলগ্ন এলাকায় পার্কিং ও প্রমোটিংয়ে মালপত্র সরবরাহ নিয়ে অনেকদিনের ঝামেলা রয়েছে। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। এমনকী পার্কিংয়ের টাকা ভাগাভাগি নিয়েও দুপক্ষের মধ্যে অশান্তি ছিল। ঘটনার সূত্রপাত শনিবার সন্ধেয়। এদিন একটি টোটো পার্কিং নিয়ে গন্ডগোলের  শুরু। স্থানীয় সূত্রে খবর, একজনের টোটো উল্টে দেওয়া হয়েছিল। সেই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা হয়। পরে নিজেদের মধ্যে মিটমাট করে নেয় দুপক্ষই। এদিকে রবিবার স্থায়ী মীমাংসার জন্য দুপক্ষের মধ্যে আলোচনাসভার আয়োজন করা হলেও সমস্যা সমাধান তো দূর ফের তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একে অপরকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। পাশাপাশি রীতিমতো ভাঙচুর চালানো হয় শালিমার স্টেশন লাগানো পার্কিং এলাকায়। কয়েকটি বাইকও ভেঙে দেওয়া হয়।

তবে এদিন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে পড়ে যে উত্তেজনা দমন করতে এলাকায় নামানো হয় র‍্যাফ। কিন্তু ঘটনার পর থেকেই এলাকা থমথমে রয়েছে বলে খবর। পাশাপাশি নতুন করে আর যেন কোনও অশান্তি না হয় সেকারণে ইতিমধ্যে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। আধাসেনাও মোতায়েন রয়েছে এলাকায়।

 

 

spot_img

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...