Thursday, November 6, 2025

ফেটেছে বিজেপির ঢাক, RSS-ই ভরসা বুঝে মোহন ভাগবতের পায়ে ঝাঁপ যোগীর

Date:

Share post:

উত্তরপ্রদেশ নিয়ে আত্মতুষ্টিতে ভোগা বিজেপি লোকসভার ফলাফলের পরে হঠাৎ মাটিতে আছাড় খেয়ে এখন বিধানসভার বৈতরণী পার করার খোঁজে। মোদি-যোগীর আত্মপ্রচারের ঢাক যে ফেটেছে, তা স্পষ্ট করে দিয়েছে বিজেপির সহযোগী আরএসএস (RSS)। যেভাবে উত্তরপ্রদেশে মানুষের মন থেকে মুছে যেতে শুরু করেছে বিজেপি, তাতে বিধানসভা নির্বাচনে গদি বাঁচিয়ে রাখা যে সম্ভব নয়, তাও এক প্রকার বুঝে গিয়েছেন মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ (Yogi Adityanath)। তাই দলের প্রবীণ নেতাদের পথ ধরে আবার আরএসএস-এর সহযোগিতা নেওয়া শুরু। একই দিনে দুটি বৈঠক সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের (Mohan Bhagwat) সঙ্গে সারলেন যোগী আদিত্যনাথ।

নির্বাচনের ফলাফলের পরে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত দাবি করেছিলেন, তাঁদের সংগঠন দেশের জমি থেকে সংগঠন তৈরি করে মতাদর্শ ছড়ানোর কাজ করে। সেই সঙ্গে জনমত তৈরিও করা হয়। কিন্তু সেই ধরনের কোনও সাহায্য লোকসভা নির্বাচনে বিজেপি তাঁদের কাছ থেকে নেয়নি। নির্বাচনে ভরাডুবির পরে স্বাভাবিকভাবেই বিজেপি-আরএসএস সম্পর্কে চিড় ধরে। সেই চিড় মেরামতি করতে এগিয়ে দেওয়া হয় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। সঙ্ঘের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো বলেই বিজেপি মহলে খবর।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) শতবর্ষ পূর্তিতে মোহন ভাগবত গোরখপুর (Gorakhpur) থাকার পরিকল্পনা হতেই সেখানে হাজির হন যোগী আদিত্যনাথ। শনিবার দু দফায় রুদ্ধদ্বার বৈঠক হয় তাঁদের। নির্বাচনের ফলাফলে আরএসএসের কাছেও এটা স্পষ্ট, উত্তরপ্রদেশে তাঁদের জমি হারিয়েছে। সঙ্ঘের স্বেচ্ছাসেবকদের থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন মোহন ভাগবত। সেই তথ্যের ভিত্তিতেই নতুন করে জনসংযোগ ও সঙ্ঘের বিস্তারের কাজ শুরু করা হবে। সেই পথে কীভাবে বিজেপির ভোট ব্যাঙ্ক বাড়ানো সম্ভব তা নিয়ে আলোচনা হয় দুজনের।

লোকসভা নির্বাচনে কংগ্রেস (Congress) ও সমাজবাদী পার্টির (SP) সাঁড়াশি চাপে পর্যুদস্থ উত্তরপ্রদেশ বিজেপির মুখ যোগী আদিত্যনাথকে ফল ঘোষণার পর খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি। শেষে মোহন ভাগবতের শরণে আসা যোগীর পদক্ষেপেই স্পষ্ট তাঁর পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। শনিবারের বৈঠকে উত্তর প্রদেশে বিজেপির এভাবে জমি হারানো যে মোটেও ভালোভাবে নিচ্ছে না সঙ্ঘ তাও স্পষ্ট করে দেন মোহন ভাগবত।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...