ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় জখম কন্যা শিশুর মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল। ছয় বছরের ওই কন্যা শিশুর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার পর চিকিৎসা চলছিল শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। ওই শিশুর মৃত্যুর খবর মালদার চাঁচোলের গ্রামের বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। এই ঘটনার পর এদিন চাঁচোল মহকুমা প্রশাসন এবং স্থানীয় তৃণমূল বিধায়ক রহিম বক্সি শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কন্যা শিশুর নাম স্নেহা মণ্ডল। তার বয়স ৬ বছর। চাঁচোল – ২ ব্লকের ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের কালিগঞ্জ গ্রামে শিশুটির বাড়ি। শিশুটির বাবা মহিলাল মণ্ডল পেশায় স্কুল শিক্ষক। তাঁর মা ছবি মণ্ডল স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যা। একমাত্র শিশুকন্যা স্নেহাকে নিয়ে কয়েকদিন আগেই দার্জিলিং ঘুরতে যান মণ্ডল দম্পতি। সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন তাঁরা। কিন্তু ফেরার সময় ফাঁসি দেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় অন্যান্যদের সাথে মহিলাল, তাঁর স্ত্রী ছবিদেবী এবং একমাত্র মেয়ে স্নেহা গুরুতর আহত হয়। ঘটনার পর তাঁদের তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ছয় বছরের শিশুকন্যা স্নেহার মৃত্যু হয়।গুরুতর আঘাত লাগায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারও হয় ছোট্ট স্নেহার। বাবা-মা বেঁচে গেলেও শেষ রক্ষা হল না দ্বিতীয় শ্রেণির ছাত্রীর।
