Wednesday, November 5, 2025

তুরস্ককে ৩-০ উড়িয়ে ইউরো কাপের শেষ ষোলোতে পর্তুগাল

Date:

Share post:

ইউরো কাপের শেষ ষোলোতে পর্তুগাল। এদিন তুরস্ককে হারালো ৩-০ গোলে। প্রথম ম্যাচে দাপটের পাশাপাশি দ্বিতীয় ম্যাচেও দাপট দেখাল পর্তুগাল। পর্তুগালের হয়ে গোল বার্নান্দো সিলভা, ব্রুনো ফার্নান্দেজের। একটি আত্মঘাতী গোল তুরস্কের। এই জয়ের ফলে ইউরো কাপের প্রি-কোয়ার্টারের টিকিট নিশ্চিত করে ফেললেন রোনাল্ডোরা। তবে ম্যাচে এদিনও গোল পেলেননা রোনাল্ডো।

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখায় পর্তুগাল। যার ফলে ম্যাচের ২১ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় রোনাল্ডোর দল। রাফায়েল লিয়াও-র ক্রস ধরে গোল করে পর্তুগালকে ১-০ এগিয়ে দেন বার্নান্দো সিলভা। এরপরেই আরও এক ভুল করে বসে তুরস্ক। গোলকিপার ও ডিফেন্ডারদের ভুলে আত্মঘাতি গোল খেয়ে পেয়ে যায় পর্তুগাল। নির্বিষ ব্যাকপাস ধরতেই পারেননি তুরস্কের গোলরক্ষক। সেই সময়ই পর্তুগালের জয় নিশ্চিত হয়ে যায়।তুরস্কের হয়ে আত্মঘাতী গোল করেন সামেত আকায়দিন। ম্যাচের প্রথমার্ধে ২-০ এগিয়ে থেকে রোনাল্ডোর দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে পর্তুগালের দাপট। যার ফলে ম্যাচের ৫৬ মিনিটে ৩-০ এগিয়ে যায় পর্তুগাল। পর্তুগালের হয়ে ৩-০ করেন ব্রুনো ফার্নান্দেজ। গোলে শট করার সুযোগ থাকলেও তা না করে রোনাল্ডো পাস দেন বাঁ দিক থেকে উঠে আসা ব্রুনোকে। ফাঁকা গোলে বলটা ঠেলে দেওয়া ছাড়া আর কিছুই করতে হয়নি তাঁকে।এরপর একটা সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো। তবে গোল করতে ব্যর্থ হন তিনি।

আরও পড়ুন- কুলদীপের দাপট, সুপার আটে বাংলাদেশের বিরুদ্ধে ৫০ রানে জয় ভারতের


spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...