দেশের সর্বকালের শিক্ষা কেলেঙ্কারি চলছে বিজেপির জামানায়। ভিতরে বহু উঁচু আমলা জড়িত।নিট নেট নিয়ে দেশের বৃহত্তম এই শিক্ষা দুর্নীতির তদন্ত চাই। আমরা সুপ্রিম কোর্টের বিচারপতির নজরদারিতে তদন্ত চাই। সবাইকে গ্রেফতার করা দরকার। রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এভাবেই কেন্দ্রের শিক্ষা কেলেঙ্কারির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এদিন তিনি সাফ বলেন, আসল মাথাকে খুঁজে বার করতে হবে। দফতরের মন্ত্রীকে নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রীকে নৈতিক দায়িত্ব নিতে হবে। এর সঙ্গে বিশাল অঙ্কের টাকার লেনদেন জড়িত। কেলেঙ্কারি করেছে বিজেপির প্রশাসন, বিজেপির সরকার।

এনটিএর ডিজি বদল প্রসঙ্গে কুণাল বলেন, এগুলো সব আই ওয়াশ। তদন্ত করবে কেন্দ্রের সিবিআই, এটা হতে পারে না। কাস্টডিতে নিয়ে তদন্ত করতে হবে। আসল দোষীদের ধরতে হবে। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলছে বিজেপি সরকার। তাদের ভবিষ্যত অন্ধকারে। এর দায় বিজেপিকেই নিতে হবে। তার স্পষ্ট কথা, কেন্দ্রের দুর্নীতি তো পুরো ফাঁস হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকার কোথায় ব্যাবস্থা নিচ্ছে? প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছে? কোচিংগুলো জড়িত এমন খবর আসছে। লাখ লাখ পরীক্ষার্থীর জীবন নষ্ট হল। বাংলায় যদি কেউ ভুল করে তার জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পুরো ব্যবস্থাটাকে স্বচ্ছ রাখার চেষ্টা করছেন।
