Sunday, November 9, 2025

সকলের মত নিয়ে সরকার পরিচালনার অঙ্গীকার! অধিবেশন শুরুর আগে মোদিকে সংবিধান রক্ষার পাঠ বিরোধীদের

Date:

Share post:

সোমবার থেকেই শুরু হল অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। আর শুরুর দিনেই বিরোধীদের লাগাতার চাপে রীতিমতো ব্যাকফুটে মোদি সরকার (Modi Govt)। এদিন সকালে অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তবে এদিন তাঁর বক্তব্যের শুরু থেকেই যেন বিজেপির দোষ ধামাচাপা দেওয়ার চেষ্টা, তেমনি সরকারের লাগাতার প্রশংসায় পঞ্চমুখ মোদি। এদিন মোদি মনে করিয়ে দেন, তৃতীয়বার নির্বাচিত হয়ে দায়িত্ব তিন গুণ বেড়ে গিয়েছে। তবে এদিন মোদি বলেন, সকলের মত নিয়ে সরকার পরিচালনার কথা। কিন্তু মোদি সরকারের গাজোয়ারিতে সেটা রীতিমতো অসম্ভব বলেই মত রাজনৈতিক মহলের। তবে প্রথম দিনেই মোদির ভাষণে স্পষ্ট ঘরে ও বাইরে ঠিক কতখানি চাপে বিজেপি। এদিন অধিবেশনের প্রথম দিন সংসদের বাইরেই ১৪ মিনিট ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। যা এক প্রকার বেনজির। এমনটা আগে হয়নি।

তবে এদিনের ভাষণে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলের কংগ্রেস সরকারকেও আক্রমণ করে মোদি বলেন, ৫০ বছর আগে দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সেটা দেশের অন্ধকার অধ্যায়। গণতন্ত্রের উপর কালো দাগ। আর কখনও সেই আঁধার নেমে আসবে না এই দেশে। বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, এখনও পর্যন্ত বিরোধীরা আমাকে হতাশ করেছে। তবে আশা করছি, সংসদে তারা সুষ্ঠু ভাবে তাদের দায়িত্ব পালন করবে। মানুষ স্লোগান নয়, কাজ চায়।

 

তবে মোদি মুখে যাই বলুন কাজে তা যে বাস্তবায়নের পথ যে খুব মসৃন হবে না তা দিনের আলোর মতো পরিষ্কার। এদিন অধিবেশন শুরুর আগে থেকেই সংসদের বাইরে সংবিধান হাতে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী জোটের সাংসদরা। মোদি সরকারের সংবিধান ভঙ্গের অভিযোগের পাশাপাশি একাধিক ইস্যুতে সরব বিরোধীরা।


spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...