মঙ্গলবার দুপুরে হঠাৎই কালো ধোঁয়ায় আতঙ্ক ছড়ায় মধ্য কলকাতার মেহতা বিল্ডিং এলাকায়। বিল্ডিংয়ের একটি রাসায়নিক দ্রব্য মজুত রাখার জায়গায় আগুন লাগে বলে আশঙ্কা স্থানীয়দের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। পরে বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। দমকল বিভাগের তৎপরতায় আশেপাশে ছড়িয়ে পড়তে পারেনি আগুন। পাশের বাগরি মার্কেট থেকে আগুন নেভানোর প্রয়োজনীয় জল দ্রুত সরবরাহ করা হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হয়নি।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, তৃতীয় তলের রাসায়নিকের গুদামে আগুন লাগে। আগুনের ধোঁয়া দেখেই স্থানীয়রা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত দেন। এই তলে ওষুধের গুদাম থাকায় আগুন কিছুটা ছড়িয়ে যায়। বিল্ডিংয়ের সব ঘর থেকে সকলকে নিরাপদে বের করে আনার কাজ করেন দমকল কর্মীরা। সেই সঙ্গে শুরু হয় আগুন নেভানোর প্রক্রিয়া। তবে আগুনের প্রভাব কমলেও কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

মধ্য কলকাতার এই এলাকা বেশি জনবসতিপূর্ণ হওয়ার আগুন নেভানোর জল পেতে সমস্যা হয় দমকল বিভাগের। পাশের বাগরি মার্কেট থেকে প্রয়োজনীয় জল সরবরাহ করা হয়। শেষ পর্যন্ত ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে খুব অল্প সময়ের মধ্যেই। তবে আগুন লেগে যাওয়ার খবরে যেভাবে প্রাথমিকভাবে আতঙ্ক ছড়ায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে, দমকল বিভাগের তৎপরতায় তাতে অনেকটাই স্বস্তি আসে।
