Wednesday, May 7, 2025

সরকারি জমি জবরদখল রুখতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে ৬ দফা নির্দেশিকা জারি নবান্নের

Date:

Share post:

রাজ্যে সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে। এই নিয়ে সোমবার নবান্ন সভাঘর থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই দখলদারি রুখতে পুলিশ-প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি। তার পরেই মঙ্গলবার নবান্নের (Nabanna) তরফে জেলাগুলির জন্য ৬ দফা নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যেই জেলায় জেলায় পাঠানো হয়েছে।নবান্নের দেওয়া নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে- অবিলম্বে সরকারি জমিতে সাইনবোর্ড লাগাতে হবে। আর সেখানে লেখা থাকবে ‘এই জমি রাজ্য সরকারের’। মাঝেমধ্যেই জমি পরিদর্শনে যেতে হবে সরকারি আধিকারিকদের। শুধু তাই নয়, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে সেই ছবি তুলতে হবে। এছাড়াও বিএলআরও, ডিএলআরও অফিসের সামনে দালালদের ঘোরাঘুরি বন্ধ করতে হবে। ইতিমধ্যেই এই মর্মে নির্দেশিকা নবান্নের তরফে বিভিন্ন জেলা শাসকদের পাঠানো হয়েছে।

সোমবার নবান্নের সভাঘরে রাজ্যের বিভিন্ন পুরসভার চেয়ারম্যান-সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী এবং বিভিন্ন দফতরের শীর্ষ আমলাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেখানেই তিনি সরকারি জমি জবরদখল নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, “একাংশ টাকা খেয়ে এবং টাকা খাইয়ে সরকারি জমি দখল করছে। ডাবগ্রাম-ফুলবাড়িতে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হচ্ছে। ওই ল্যান্ড মাফিয়া গ্রুপ জমির পর জমি গ্রাস করে নিচ্ছে। আগেও এ বিষয়ে আমি সতর্ক করেছিলাম। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।“ শুধু তাই নয় মুখ্যমন্ত্রী জানান, টাকার বিনিময়ে জনপ্রতিনিধি বা প্রশাসনের কেউ কেউ অনৈতিক এবং অবৈধ ভাবে জমি ‘ভরানোর’ কাজ করছেন। খালি জায়গা দেখলেই তাঁরা লোক বসাচ্ছেন। মুখ্যমন্ত্রী এই বক্তব্যের পরেই মঙ্গলবার জেলায় জেলায় নির্দেশিকা পাঠাল নবান্ন।





spot_img

Related articles

সিঁদুরে মেঘ দেখে প্রলাপ শাহবাজের! রাফাল-সহ ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি

পহেলগাঁওতে জঙ্গিহানার প্রত্যাঘাত অপারেশন সিন্দুর। তারপরই দিশেহারা পাকিস্তান সরকার শুরু করেছে প্রলাপ ও প্ররোচনা। পাক অধিকৃত কাশ্মীর ও...

মঙ্গলের পরে বুধেই উল্টো সুর! SLST মামলায় আবার স্থগিতাদেশ হাই কোর্টের

এসএলএসটি-র সুপার নিউমেরারি পদে (super numerary post) নিয়োগে হাই কোর্টের স্থগিতাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়োগে বাধা নেই,...

উচ্চমাধ্যমিকে যুগ্ম নবম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যমজ দুই ভাই 

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর মেধা তালিকায় নজরকাড়া সাফল্য এনে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ...

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation)...