বিভিন্ন সরকারি দফতরে শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পুরনো পদ পূরণের পাশাপশি প্রকল্প ও পরিষেবায় গতি আনতে নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হচ্ছে। লোকসভা নির্বাচনের পরে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পৌরহিত্য নবান্নে প্রথমবার বৈঠকে বসে রাজ্য মন্ত্রিসভা (Cabinet)। সেখানে কর্মসংস্থানের গতি আনতে বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৫০০-র বেশি নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, স্বরাষ্ট্র দফতর, প্রাণিসম্পদ বিকাশ দফতর, শিক্ষা দফতর মিলিয়ে মোট ৫৫২ টি নতুন পদ তৈরি করা হয়েছে। স্বরাষ্ট্র দফতরে ১০০টি নতুন পদ তৈরির বিষয়ে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।নবান্ন সূত্রে খবর, প্রাণি সম্পদ বিকাশ দফতরের বিভিন্ন স্তরে ২৭০ টি পদ সৃষ্টি করা হয়েছে। বিভিন্ন সরকারি স্কুলে ৩৫ জন শিক্ষক নিয়োগ করা হবে। এর পাশাপাশি অন্যান্য কয়েকটি দফতরে বেশ কিছু নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া রথযাত্রা এবং মহরমকে সামনে রেখে রাজ্যে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখা নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এদিকে, লোকসভার ফলাফলের ইস্যু নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। যে সব জায়গায় ফল খারাপ হয়েছে, সেই সব এলাকার মন্ত্রীদের নাম ধরে ধরে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। মানুষের পাশে থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।
