Sunday, January 11, 2026

দিল্লি বিমানবন্দরের দুর্ঘটনা মোদি ‘গ্যারান্টি’! উদ্বোধনে তাড়াহুড়োকে কটাক্ষ বিরোধীদের

Date:

Share post:

নির্বাচনের আগে তড়িঘড়ি উন্নয়ন দেখাতে প্রতিদিন কিছু না কিছু উদ্বোধনের অনুষ্ঠান রাখতেন নরেন্দ্র মোদি, যা ‘মোদি গ্যারান্টি’ নামে গোটা লোকসভা নির্বাচনে প্রচার করেছে বিজেপি। নির্বাচনের শেষে সেই গ্যারান্টির কঙ্কালসার চেহারা তুলে ধরছে কেন্দ্রের ক্ষমতাসীন তৃতীয় মোদি সরকারের। এবার তাড়াহুড়ো করে উদ্বোধন করা দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদ ধসে মানুষের মৃত্যুতে সরব তৃণমূল। দুর্ঘটনার পর কংগ্রেসের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করা কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রীকেও তথ্য দিয়ে কড়া জবাব কংগ্রেসর।

নির্বাচনী প্রচারে বাংলার অর্থ বরাদ্দ নিয়ে যখন নরেন্দ্র মোদি একের পর এক মিথ্যা ও মানুষকে ভুল বোঝানোর কাজ করেছিলেন, তখন বারবার প্রতিবাদে সরব হয়েছিল তৃণমূল। এবার সেই মিথ্য়াই তাসের ঘরের মত ভেঙে পড়ছে বলে দাবি রাজ্যের শাসকদলের। তৃণমূলের দাবি, অসমাপ্ত থাকা সত্ত্বেও, কেবলমাত্র নির্বাচনী প্রচারের জন্য তাড়াহুড়ো করে মোদীজি মার্চ মাসে এটির ‘উদ্বোধন’ করেছিলেন। শুক্রবার সেই মোদি গ্যারান্টি বিমানবন্দরের অংশ ভেঙে পড়ার পর তৃণমূল মানুষের মৃত্যুর জন্য দায়ী করেছে নরেন্দ্র মোদিকে। তাঁদের অভিযোগ, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নরেন্দ্র মোদি মানুষের প্রাণ নিতেও দ্বিধা করছেন না।

বিমানবন্দরের অংশ ভেঙে পড়ার পরে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু নাইডু বিমানবন্দর পরিদর্শন করে দাবি করেন বিমানবন্দরের এই অংশ তৈরি হয় ২০০৯ সালে। দুর্ঘটনা ও প্রাণহানির পরে দেশের রাজধানীর বিমানবন্দরের স্বাস্থ্য পরীক্ষার দাবি জানান তিনি। টিডিপির সাংসদ প্রথমবার কেন্দ্রীয় হওয়া নাইডুর তথ্যের পাল্টা বিরোধীদের দাবি, বিমানবন্দরের বর্ধিত এই অংশ সদ্য নির্বাচনের আগেই উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।

তথ্য তুলে ধরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পাল্টা দাবি, মার্চের ১০ তারিখ যখন দিল্লি বিমানবন্দরের টার্মিনাল-১ উদ্বোধন করেছিলেন মোদিজি, তখন নিজেকে ‘অন্য় মাটি দিয়ে তৈরি বলে দাবি করেছিলেন’। সাম্প্রতিক আটটি দুর্ঘটনার কথা উল্লেখ করে তাঁর দাবি মোদিজি ও বিজেপির ‘বিশ্বমানের পরিকাঠামো’ বলে যে লম্বা দাবি করে থাকে তারই উদাহরণ এগুলো। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ প্রধানমন্ত্রী মোদীর দিল্লি বিমানবন্দরের সম্প্রসারিত টার্মিনাল ১-এর উদ্বোধনের কথা উল্লেখ করে বলেছেন, “মডেল কোড কন্ডাক্ট বলবৎ হওয়ার প্রাক মুহূর্তে ‘উদ্বোধন’ করা অসম্পূর্ণ টার্মিনাল সম্পূর্ণ হওয়ার আগেই ভেঙে পড়তে শুরু করেছে , কী আশ্চর্য!!”

spot_img

Related articles

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...