Thursday, January 15, 2026

আজ দেশের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ বাংলার মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

শহরে এসেছেন দেশের শীর্ষ আদালতের (SC) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)। কলকাতা হাই কোর্টের (Calcutta High court) বার লাইব্রেরির ২০০ বছর উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে এই প্রথমবার কলকাতায় এসেছেন প্রধান বিচারপতি। আজ ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমির (National Judicial Academy) একটি আলোচনাসভায় অংশ নেন তিনি। ওই অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নিজের বক্তব্যে বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রেখে কোন রাজনৈতিক পক্ষপাতিত্বকে প্রাধান্য না দেওয়ার অনুরোধ করেন মমতা। তিনি বলেন বিচার ব্যবস্থা স্বচ্ছ ও সৎ হওয়া প্রয়োজন। প্রধান বিচারপতির সামনেই বিচার ব্যবস্থাকে বিশ্বস্ত এবং গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আইনের লোক হিসেবে তিনি কয়েকটা কেস লড়েছেন তাই তিনি জানেন যে বিচার ব্যবস্থা যদি সাহায্য না করে মানুষের অন্য কোথাও যাওয়ার উপায় থাকে না। সেই দিক থেকে বিচার ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বলি আইন সম্মেলনের মন্তব্য মুখ্যমন্ত্রীর।

দেশের বিচার ব্যবস্থায় ব্যাপক আধুনিকীকরণ আনা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অনেক বেশি নজর কেড়েছেন। সেই সঙ্গে সংবিধান রক্ষায় তাঁর বার্তা বারবার তাঁকে আলোচনায় এনে দিয়েছে। প্রধান বিচারপতি হয়ে প্রথমবার কলকাতায় আসেন তিনি শুক্রবার। রাজ্যের একাধিক মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। এই আবহে অসমাপ্ত মামলা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিচারপতির কোনও কথা হয় কিনা সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। প্রধান বিচারপতি এদিন বাকস্বাধীনতার পাশাপাশি সাংবিধানিক নৈতিকতার কথাও তুলে ধরেন।


 

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে সমস্যা সমাধান, আইএসএল শুরুর আগেই খুশির খবর মহমেডানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ফের একবার সংকট কাটছে মহমেডানে (Mohamedan club)।  চলতি মরশুমে আইএসএল খেলার বিষয়ে আগেই সম্মতি...

শুক্রবার শিলিগুড়িতে মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি তুঙ্গে

দু’দিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল...

রাজকোটে হতশ্রী বোলিং হর্ষিত-সিরাজদের, গম্ভীরের নীতিতে ব্রাত্যই থেকে যান শামি

ভারতের (India) বিরুদ্ধে দ্বিতীয় একদিনের(ODI) ম্যাচে ৭ উইকেটে জয় পেল নিউজিল্যান্ড। সিরিজের ফল আপাতত ১-১। রবিবার সিরিজ জয়ের...

দায় নেবে না WBJDF: অনিকেতের ক্রাউড ফান্ডিং-কে তুলে ধরে বহিষ্কারের ঘোষণা

রাজ্য সরকারের চাকরি থেকে ইস্তফার ঘোষণা করেছিলেন আর জি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। আর সেই ইস্তফার...