Friday, November 7, 2025

ফাইনালে বড় চমক দেবে টিম ইন্ডিয়া! তৈরি প্রোটিয়াদের রণকৌশল

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরই ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ যুদ্ধের মেগা ফাইনাল (India vs South Africa T20 World Cup 2024 Final)। এক যুগের বেশি সময় হয়ে গেছে ভারতের (Indian Cricket Team) ঘরে বিশ্বকাপ ট্রফি আসেনি। আর দক্ষিণ আফ্রিকা (South Africa) এখনও পর্যন্ত কোনও দিন বিশ্বকাপ জেতেনি। তাই দুই দলের কাছেই পাখির চোখ আজকের ম্যাচ। এই অবস্থায় সম্ভাব্য একাদশে বড় চমক দিতে পারেন রোহিত- রাহুলরা।

ভারতীয় সময় রাত ৮টা থেকে বার্বাডোজের ব্রিজ টাউনে শুরু হবে দ্বৈরথ। রোহিত শর্মা (Rohit Sharma)বনাম এডেন মার্করামের (Aiden Markram) দলের যুদ্ধ ঘিরে ইতিমধ্যেই উন্মাদনার পারদ তুঙ্গে। এবারের বিশ্বকাপে ভারতীয় দলের ওপেনিং প্লেয়ারদের থেকে বেশি নজর কেড়েছে মিডল অর্ডার। বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজারা কর্মে না থাকলেও প্রতিপক্ষকে দুরমুশ করতে কোন অসুবিধা হয়নি এই নতুন টিম ইন্ডিয়ার। রোহিত শর্মার ব্যাক টু ব্যাক ২ ইনিংসে ভাল পারফরম্যান্স আশা জাগিয়েছে। এই অবস্থায় আজ সম্ভাব্য একাদশে কি কোন পরিবর্তন আনতে চাইবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক? অফ ফর্ম থাকলেও ফাইনালে যে বিরাটই ওপেন করবেন ক্যাপ্টেন সে কথা আগেই জানিয়েছেন। কিন্তু মিডল অর্ডারে শিবম দুবেকে (Shivam Dube) নিয়ে চিন্তা যাচ্ছেনা। সেক্ষেত্রে যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেওয়ার কথা ভাবনা চিন্তা করা যেতে পারে। সকালে পিচ দেখার পরই রবীন্দ্র জাডেজা না যুজবেন্দ্র চাহাল কাকে খেলানো হবে সেই নিয়ে সিদ্ধান্ত নেবেন রাহুল দ্রাবিড়। এছাড়া অন্য কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ভারতীয় সাজঘর বলছে উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ রোহিত। সে ক্ষেত্রে হয়তো ফাইনালের জন্য এক্সপেরিমেন্ট নাও করা হতে পারে।

অন্যদিকে চোকার্স তকমা ঘোচাতে দক্ষিণ আফ্রিকা এই টুর্নামেন্টে বেশ চনমনে। এখনো পর্যন্ত একটি ম্যাচও হারেননি প্রোটিয়ারা । হ্যান্সি ক্রোনিয়ে, গ্রেম স্মিথ, এবি ডিভিলিয়ার্সরা যা করতে পারেননি সেই স্বপ্ন সত্যি করার দায়িত্ব এডেন মার্করামের কাঁধে। দক্ষিণ আফ্রিকা দলে আজ কোনও প্লেয়ার পরিবর্তন হচ্ছে না বলেই খবর।

 

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...