Sunday, November 9, 2025

প্রচারে সুনককে জাতিবিদ্বেষী আক্রমণ! প্রতিবাদে গর্জে ওঠার বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

Date:

Share post:

৪ জুলাই ব্রিটেনে সাধারণ নির্বাচন। জোরদার প্রচারে নেমেছে শাসক-বিরোধী দুপক্ষই। সেই প্রচার চলাকালীনই দেশের প্রধানমন্ত্রী ঋষি সুনককে (Rishi Sunak) জাতিবিদ্বেষী আক্রমণের অভিযোগ উঠল রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজের বিরুদ্ধে। পাল্টা গর্জে উঠেছেন সুনক।২০২২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন সুনক। কিন্তু কনজারভেটিভ পার্টির প্রতি ব্রিটেনের আমজনতার আস্থা গত কয়েকমাসে প্রায় তলানিতে। একের পর এক সমীক্ষায় প্রকাশ, ব্রিটিশ রাজনীতির ইতিহাসে এবার সবচেয়ে খারাপ ফল করতে পারে কনজারভেটিভ পার্টি। এই পরিস্থিতিতে দলের মতকে নস্যাৎ করে দ্রুত নির্বাচনের ঘোষণা করেন সুনক। ৪ জুলাই ব্রিটেনে সাধারণ নির্বাচন। প্রথমবার প্রধানমন্ত্রী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঋষি। এই পরিস্থিতিতে জাতিবিদ্বেষের বিরুদ্ধেও লড়তে হচ্ছে তাঁকে।

ভোটপ্রচারে নেমে ব্রিটেনে (Britain) জোরদার প্রচার চালাচ্ছে রিফর্ম ইউকে পার্টি। হল ব্রিটেনে অভিবাসী প্রবেশ নিষিদ্ধ করার অ্যাজেন্ডা নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছে তারা। ফলে তারা নিশানা করেছেন ভারতীয় বংশোদ্ভূত সুনককে। তবে, শুধু সেখানেই থেমে থাকেনি নাইজেল ফারাজের দল। মুসলিমদের মসজিদ থেকে বের করে সেখানে পানশালা তৈরি করারও কথা বলেছেন রিফর্ম ইউকে পার্টির নেতারা।

এই মন্তব্য নিয়ে প্রতিবাদে গর্জে ওঠেন ঋষি সুনক (Rishi Sunak)। তিনি বলেন, “আমার দুই মেয়েও দেখেছে ওই নেতার মন্তব্য। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হওয়ায় আমার বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করায় আমি অত্যন্ত ব্যথিত। আমার ক্ষুব্ধ। এই বিষয়টি নিয়ে ইচ্ছা করেই কথা বলছি। কারণ এটার বিরুদ্ধে গর্জে ওঠা প্রয়োজন।“

ঘৃণাভাষণের অভিযোগে রিফর্ম ইউকে-র একাধিক প্রার্থীকে নাম প্রত্যাহার করতে হয়েছে। কিন্তু তাও তাদের বিদ্বেশমূলক মন্তব্য বন্ধ হয়নি।





spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...