Friday, November 7, 2025

টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত, দক্ষিণ আফ্রিকাকে হারালো ৭ রানে

Date:

Share post:

এভাবেও ফিরে আসা যায়। এই কথাটা যেন খাটে ভারতের জন্য। অবশেষে ১৩ বছরের খরা কাটাল টিম ইন্ডিয়া। এদিন দক্ষিণ আফ্রিকাকে হারালো ৭ রানে। টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন রোহিত শর্মার দল। সৌজন্যে বিরাট কোহলির ৭৬ রান। দুরন্ত ক্যাচ নেন সূর্যকুমার। মিলারের ক্যাচ নেন তিনি। বল হাতে দাপট হার্দিক পান্ডিয়ার।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ব্যাট হাতে দাপট দেখান বিরাট কোহলি। এদিন ৭৬ রান করেন তিনি। এদিন শুরুটা ভালোই করেন টিম ইন্ডিয়ার দুই ওপেনার রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তবে ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা দেন কেশব মহারাজ। রোহিত শর্মাকে আউট করেন তিনি। ৯ রানে আউট তিনি। রোহিতের পরই আউট হন উইকেটরক্ষক ঋষভ পন্থ। শূন্যরান করেন তিনি। যখন ভারতের রান সংখ্যা এগিয়ে নিয়ে যাওয়া লক্ষ্য টিম ইন্ডিয়ার তখনই আউট হন সূর্যকুমার যাদব। ৩ রান করেন তিনি। তবে এরপর ব্যাটিং-এ বিরাটকে যোগ্য সঙ্গত দেন অক্ষর প্যাটেল। ভারতের রান সংক্যা এগিয়ে নিয়ে যান তিনি। ৪৭ রান করেন অক্ষর। ২৭ রান করেন শিবম দুবে। এরপর ৭৬ রানে আউট বিরাট। এদিন যেন রোহিত শর্মার কথাটাই লেগে গেল বিরাটের ক্ষেত্রে। যেন ফাইনালের জন্য নিজের রান জমিয়ে রাখছিলেন কিং কোহলি। বিরাট এদিন ইনিংস সাজান ৬ চার এবং ২টি ছক্কা দিয়ে। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট কেশব মহারাজ এবং এনরিখ নরকিয়ার। একটি করে উইকেট জনসেন এবং কাসিগো রাবাডার।

জবাবে ব্যাট করতে নেমে ১৬৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে ব্যাট হাতে দাপট দেখান ক্লাসেন। ৫২ রান করেন তিনি। ২১ রান করেন মিলার। কুইন্টন ডি’কক করেন ৩৯ রান । ৩১ রান করেন স্টাবস। ৪ রানে আউট হন হেনড্রিকস। ৪ রানে আউট হন মার্কাম। ভারতের হয়ে তিন উইকেট হার্দিক পান্ডিয়ার। দুটি করে উইকেট অর্শদীপ সিং এবং যশপ্রীত বুমরাহর। একটি উইকেট অক্ষর প্যাটেলের।

আরও পড়ুন- বিশ্বকাপজয়ী কপিলদেবের সঙ্গে রোহিতের মিল খুঁজে পাচ্ছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত!


spot_img

Related articles

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...