Sunday, November 9, 2025

বড়বাজারে বেআইনি পার্কিং রুখতে পথে নামল হাওড়া ব্রিজ ট্র্যাফিক গার্ড

Date:

Share post:

কড়া হাতে বেআইনি পার্কিং রুখতে পথে নামল কলকাতা পুলিশের হাওড়া ব্রিজ ট্র্যাফিক গার্ড। সোমবার সকাল সকাল থেকেই যা দেখা গেল বড়বাজার কালাকার স্ট্রিটে। হাওড়া ব্রিজ ট্র্যাফিক গার্ডের অফিসার ইনচার্জ শৌভিক চক্রবর্তীর নেতৃত্বে পথে নামলেন পুলিশ কর্মীরা।প্রায়ই অভিযোগ উঠত ওই চত্বরে যত্রতত্র গাড়ির পার্কিং এবং ফুটপাত দখল করে হকারদের দাপাদাপির। এ দিন সকাল থেকেই হাওড়া ব্রিজ ট্র্যাফিক গার্ডের ওসি, সার্জেন্ট-সহ পুলিশকর্মীরা কালাকার স্ট্রিটে বোআইনি পার্কিং সরাতে কাজে নামেন। এলাকায় যত্রতত্র বেআইনি পার্কিং রুখতে পুলিশ ফুটপাতে পার্কিং করা মোটরবাইকের চালকের লাইসেন্স পর্যন্ত বাজেয়াপ্ত করেন।

কারোকে আবার সতর্ক করে সাফ জানিয়ে দেওয়া হয়, এবার লাইসেন্স বাজেয়াপ্ত করা হল, পরবর্তী সময়ে গাড়ি ক্রেন দিয়ে টেনে নিয়ে থানায় জমা করে দেওয়া হবে। খুশি এলাকার সাধারণ মানুষও। কেউ কেউ আবার ভয়ও পেয়েছেন। হাওড়া ব্রিজ ট্র্যাফিক গার্ডের অফিসার ইনচার্জ শৌভিক চক্রবর্তী বলেন, আমরা এলাকার মানুষকে নানা ভাবে সচেতন করতে চাই। তার পরেও যদি তাঁরা বিধি না মানেন, তখন হয়তো আইন অনুযায়ী জরিমানার পথে যেতে হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরই বড়বাজারে বেআইনি পার্কিং রুখতে শুরু হয়েছে পুলিশি তৎপরতা।অনেক গাড়িতেই কাঁটা লাগিয়ে দেয় পুলিশ। এরই পাশাপাশি, হকারদের নিয়ম মেনে ব্যবসা করার কথা জানানো হয়। তারা প্রত্যেকেই পুলিশের সঙ্গে সহযোগিতা করেন। আগামিদিনেও এই ধরনের অভিযান চলবে বলে জানানো হয়।

 

spot_img

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...