Tuesday, November 4, 2025

রথযাত্রার আগেই ভক্তদের জন্য দুঃসংবাদ! জগন্নাথদেবের দর্শন নিয়ে বড় সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

Date:

Share post:

রথযাত্রার (Rathyatra) আগেই ভক্তদের জন্য দুঃসংবাদ! রথের আগে জগন্নাথ (Jagannath) দর্শনে আপাতত দাঁড়ি টানল মন্দির কর্তৃপক্ষ। গত কয়েক শতাব্দী ধরেই পুরীর মন্দিরে (Puri Temple)কিছু প্রথা মেনে চলা হয়। তার অন্যথা হয়নি কখনও। তবে এবছর প্রথাগত নিয়মে ঘটেছে পরিবর্তন। পুরনো নিয়ম অনুযায়ী স্নানযাত্রার পর টানা ১৫ দিন ধরে জ্বরে অসুস্থ থাকেন জগন্নাথদেব। তার ঠিক দু দিন পরেই হয় রথযাত্রা। এর মাঝে মন্দিরে জগন্নাথদেবের বিগ্রহে রূপটানের অনুষ্ঠান নেত্র উৎসব এবং নবযৌবন উৎসব চলে। কিন্তু চলতি বছর সেই সমস্ত নিয়ম আচারে বদল ঘটতে চলেছে। উল্লেখ্য টানা অসুস্থতার পর নবযৌবন বেশে পুরীর মন্দিরের রত্ন বেদীতেই ভক্তদের মুখোমুখি হন জগন্নাথদেব। ভক্তরা মন্দিরে প্রবেশ করে ভগবানেই নতুন রূপ দেখতে পান। কিন্তু এবছর সেই সুযোগ পাবেন না ভক্তরা।

মন্দিরের তরফে সাফ জানানো হয়েছে, তিথির কারণে এই বছর একই দিনে নেত্র উৎসব, নবযৌবন বেশ এবং রথযাত্রার অনুষ্ঠান পড়েছে। স্নানযাত্রার ১৫ দিন বাদেই আষাঢ় মাসে শুক্লা দ্বাদশী বা রথযাত্রার তিথি। ফলে সেবায়েতরা সকলে মিলেই ঠিক করেছেন যে এবছর আর মন্দিরে ঢুকে ভক্তরা জগন্নাথদেবের নবযৌবন বেশ দর্শন করবেন না। জগন্নাথদেবের রথে আরোহণের অনুষ্ঠান দেখার টিকিটও বিক্রি করা হবে না।

মূলত জগন্নাথদেবের রথের দড়িতে টান পড়তে যাতে বেশি সময় নষ্ট না হয় সেবিষয়ে নজর রাখা হচ্ছে। মন্দিরের সেবায়েত সূত্রে খবর, রথ টানা শুরু হতে বেশি দেরি হলে সূর্যাস্তের সময়ে কিছু দূর এগিয়ে রথ থেমে পথে অপেক্ষা করবে। পরের দিন আবার রথ টানা হবে। এই বিষয়টা মাথায় রেখেই রাজ্য প্রশাসন দুদিন ধরে রথযাত্রা সামলানোর ব্যবস্থা করে রাখছেন।


spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...