Friday, November 7, 2025

চুঁচুড়া স্টেশনে থামলই না বর্ধমান লোকাল! যাত্রীদের নামাতে ফের ফিরল আগের স্টেশনে

Date:

Share post:

নির্দিষ্ট স্টপেজে থামার কথা ছিল ট্রেনটির। যাত্রীরা সবাই অপেক্ষা করছিলেন ট্রেন থেকে নামবেন বলে, কিন্তু যাত্রীদের না নামিয়ে ট্রেন সোজা পৌঁছে যায় হুগলি স্টেশনে (Hoogly Station)। পরে হুগলি স্টেশন থেকে আবার পিছনের দিতে চলতে শুরু করে ওই ট্রেন। ঘটনাটি ঘটেছে ৩৭৮৪৯ আপ হাওড়া-বর্ধমান (Howrah Burdwan) গ্যালপিং লোকালে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, মঙ্গলবার ৩৭৮৪৯ আপ হাওড়া-বর্ধমান লোকাল সন্ধ্যা ৭টায় হাওড়া থেকে ছাড়ে। তবে ওই ট্রেন গ্যালপিং হওয়ায় হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে শ্রীরামপুর, শেওড়াফুলি, চন্দননগর ও চুঁচুড়াতে স্টপেজ ছিল ট্রেনটির। ওই ট্রেনের যাত্রীদের সূত্রে জানা গিয়েছে, এদিন চন্দননগর অবধি ট্রেন ঠিকই আসছিল। চুঁচুড়ায় নামার জন্য যাত্রীরা গেটের কাছে দাঁড়িয়েওছিলেন। কিন্তু ট্রেন থামেনি চুঁচুড়া স্টেশনে। চুঁচুড়ার পরের স্টেশন হুগলিতে গিয়ে ট্রেনটি দাঁড়ায়। যদিও সেখানে নির্ধারিত স্টপেজ ছিল না। এরপর ট্রেনটি আবার ৮ টা ১ মিনিটে চুঁচুড়ায় ফিরে আসে। এরপর সেখানে ১০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ফের বর্ধমানের উদ্দেশে রওনা দেয় লোকাল।

বিষয়টি নিয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সিগনালের গন্ডগোল না কি চালকের গাফিলতি তা জানার জন্য তদন্ত করা হচ্ছে”। অন্যদিকে যাত্রীদের কথায়, ‘‘চন্দননগর পর্যন্ত সব ঠিকই ছিল। ৭ টা ৫৫ মিনিটে ট্রেনটি চুঁচুড়ায় ঢুকলেও না দাঁড়িয়ে সোজা হুগলি চলে যায়। চুঁচুড়ার যাত্রীরা বুঝতে পারছিলেন না যে কী হল! অনেকে দরজার কাছে চলে আসেন। কিন্তু ট্রেনটি আর দাঁড়ায়নি। হুগলি স্টেশনে গিয়ে দাঁড়ায়। সেখান থেকে আবার ৮ টা ১ মিনিটে চুঁচুড়ায় ফিরে আসে ট্রেনটি।’’


spot_img

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...