Sunday, November 9, 2025

রাধিকা- অনন্তর বিবাহবাসরে পারফর্ম করবেন বিবার -অ্যাডেল-ড্রেক !

Date:

Share post:

এক সপ্তাহ পরেই আম্বানি পরিবারের মহোৎসব। চার হাত এক হবে রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানির (Anant Ambani-Radhika Merchant’s Wedding)। প্রাক বিবাহ অনুষ্ঠানের দু- দফাতেই ধনকুবেরের জৌলুসে চোখ কপালে উঠেছে সেলেব্রেটির সঙ্গে সাধারণ মানুষের। এবার শুরু বিবাহ অনুষ্ঠানের আড়ম্বর। টানা তিন ব্যাপী গ্র্যান্ড ওয়েডিং অনুষ্ঠিত হবে মুম্বইয়ে। জামনগরের প্রাক-বিবাহ উৎসবে বলিউডের পাশাপাশি রিহানা এবং একন পারফর্ম করেছিলেন। ক্রুজ উদযাপনে ব্যাকস্ট্রিট বয়েজ, পিটবুল এবং ইটালিয়ান অপেরা গায়িকা আন্দ্রেয়া বোসেলির মতো তারকারা মাতিয়ে দিয়েছিলেন। এবার বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার মাতাতে থাকছেন হলিউডের নামজাদা তারকা বিবার (Justin Bieber),অ্যাডেল (Adele), ড্রেক (Drake)এবং লানা ডেল রে! সঙ্গে আরও চমকের অপেক্ষা।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট-এর রাজকীয় বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে গান গাওয়ার জন্য জাস্টিন বিবার নাকি ৮৩ কোটি টাকা চার্জ নেবেন! ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে বিশ্ব বিখ্যাত পপ গায়িকা এবং ডান্সার রিহানা এবং পপ গায়ক কেটি পেরির থেকেও বেশি টাকা খরচ করে শিল্পীদের আনছেন মুকেশ আম্বানি। ছেলের বিয়ে দেওয়ার আগে একটি সুবিধা বঞ্চিতদের জন্য গণ বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন নীতা আম্বানি। এরপর একেবারে ১২ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে বিবাহ অনুষ্ঠান। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট ১২ জুলাই গাঁটছড়া বাঁধবেন৷ সেদিন অতিথিদের ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরার জন্য অনুরোধ করা হয়েছে। ১৩ জুলাই ঐশ্বরিক আশীর্বাদ অনুষ্ঠানে পোষাক কোড ট্র্যাডিশনাল ভারতীয়। আর ১৪ জুলাই মঙ্গল উৎসবে ভারতীয় চিক থিমের পোশাক। যদিও কোন শিল্পী কবে অনুষ্ঠান করবেন তা জানা যায়নি।

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...