Wednesday, August 20, 2025

“মোর নাম এই বলে খ্যাত হোক…!” শপথের পর বরানগরবাসীকে বার্তা সায়ন্তিকার

Date:

Share post:

উপনির্বাচনে মাস পেরিয়ে যাওয়ার পর অবশেষে বিধায়ক হিসেবে শপথ নিলেন বরানগরে তৃণমূলের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) আর শপথ নেওয়ার পরই বরানগরবাসীকে বার্তা বার্তা দিলেন নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, “মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক।”

সায়ন্তিকা আরও লিখলেন, “অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বরানগরবাসীর প্রতিনিধি হিসেবে আজ শপথ গ্রহণ করলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে বরানগরের উন্নয়ন ত্বরান্বিত করার, শপথ গ্রহণ করলাম আমাদের মহান সংবিধান যা আজ বিপন্ন তাকে রক্ষা করার। আগামদিনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বরানগরবাসীর উন্নয়নই হবে আমার এক ও অদ্বিতীয় লক্ষ্য। জয় হিন্দ, জয় বাংলা।”

অনেক টালবাহানার পর আজ, শুক্রবার বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ নিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) এবং রেয়াত হোসেন সরকার। তবে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যপাল নিযুক্ত প্রতিনিধি ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তাঁদের শপথ গ্রহণ করালেন না। শুক্রবার বিধানসভায় সায়ন্তিকাদের শপথবাক্য পাঠ করালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ই। যেমনটি চেয়েছিলেন সায়ন্তিকারা।

শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে যায় ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করায়। আশিস জানিয়ে দেন, তিনি স্পিকারের উপস্থিতিতে কোনও ভাবেই ওই দায়িত্ব পালন করতে পারবেন না। স্পিকার বিমানকে তিনিই অনুরোধ করেন তৃণমূলের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ করানোর ব্যাপারে। তাঁর অনুরোধেই বিমানই শপথ গ্রহণ করান সায়ন্তিকাদের। শপথ পাঠ করানোর সময় জয় বাংলা স্লোগান তোলেন তৃণমূলের বিধায়কেরা।

শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনের আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকেই সায়ন্তিকাদের শপথগ্রহণ নিয়ে সিদ্ধান্ত হয়েছিল। বিধানসভার সচিবালয় সূত্রে খবর ছিল, ওই বৈঠকে ঠিক হয় ডেপুটি স্পিকারই তৃণমূলের দুই জয়ী প্রার্থীকে শপথগ্রহণ করাবেন। কিন্তু অধিবেশন শুরু হওয়ার পরে হিসাব আবার বদলে যায়। বিমান প্রথমে শপথবাক্য পাঠ করান ভগবানগোলা কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থী রেয়াতকে। তার পরে বরাহনগরের উপনির্বাচনে জয়ী সায়ন্তিকাকে শপথগ্রহণ করান তিনি।

আরও পড়ুন: সরকারি জমি দখলের অভিযোগে এবার গ্রেফতার BJP নেতা

 

spot_img

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...