Thursday, August 21, 2025

দুই বিধায়কের শপথের পর রাজ্যপালের বিবৃতি ব্যর্থতার আর্তনাদ, কটাক্ষ কুণালের

Date:

Share post:

রাজ্য বিধানসভায় শুক্রবার উপ নির্বাচনে জয়ী দুই তৃণমূল বিধায়কের শপথ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, বিধানসভায় যে শপথ হয়েছে তা সম্পূর্ণ বৈধ এবং আইন মেনেই হয়েছে। শপথের পরে রাজ্যপাল যে বিবৃতি দেন সে প্রসঙ্গে কুণাল এদিন বলেন, এর তীব্র বিরোধিতা করছি। তার সাফ কথা, নির্বাচিত দুই বিধায়কের শপথ নিয়ে জটিলতা মহামান্য রাজ্যপাল তৈরি করেছেন। আজ যে পরিস্থিতিতে বৈধভাবে, আইনসম্মতভাবে, রীতি মেনে শপথ হলো। তাতে যে দেরি হল, সে জন্য সম্পূর্ণ দায় মহামান্য রাজ্যপালের।
উপ-নির্বাচনে দুজনেই জয়ী হয়েছেন। মানুষ তাদের বিধায়ক হিসেবে নির্বাচিত করে পাঠিয়েছে বিধানসভায়। তাদের শপথ নিয়ে রাজভবনের স্বেচ্ছাচারিতার জন্য এই বিলম্ব হওয়ার কোনও কারণ ছিল না। রাজ্যপালের অন্যায় জেদ, পরিকল্পিতভাবে বিলম্ব ঘটানো এবং নির্বাচিত বিধায়কদের শপথে হস্তক্ষেপ করা, নির্বাচিত বিধায়কদের অধিকার প্রতিষ্ঠিত না হতে দেওয়া, তার থেকেই এই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, রাজ্যপাল এতদিন বিষয়টি ঝুলিয়ে রেখে তারপর ডেপুটি স্পিকারকে কেন দায়িত্ব দিলেন? রাজ্যসভার বিশেষ অধিবেশন চলছে। সেখানে ডেপুটি স্পিকার তার বক্তব্য জানিয়েছেন। তার পরে আইন মেনে অধ্যক্ষ শপথ বাক্য পাঠ করিয়েছেন। আমরা রাজ্যপাল কে বারবার বলেছি, আমাদের সৌজন্যকে দুর্বলতা ভাববেন না। আজকে তার এই বিবৃতি ব্যর্থতার আর্তনাদ। দুজন নির্বাচিত বিধায়ক ভোটে জিতে এসেছেন। কেন তাদের শপথে দেরি হবে? এর আগেও তো উপ নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের শপথ হয়েছে। শপথের পর রাজভবনের যে বিবৃতি দেখা যাচ্ছে, তা বিলম্বের কারণে ব্যর্থতার আর্তনাদ।

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...