Saturday, January 31, 2026

বৃষ্টি বিপর্যস্ত মুম্বই, ট্রেন থেকে প্লেন – ব্যাহত যোগাযোগ

Date:

Share post:

মধ্যরাত থেকে অবিশ্রাম বৃষ্টির কারণে শিল্পনগরীর জনজীবন বিপর্যস্ত। গুরুত্বপূর্ণ একাধিক এলাকা জলের তলায়। সেই সঙ্গে বেশ কয়েকটি রুটে বন্ধ লোকাল ট্রেন চলাচল। প্রয়োজন ছাড়া দেশের সবথেকে ব্যস্ত শহরের নাগরিকদের বাইরে না বেরোনোর অনুরোধ রেল দফতরের।

সোমবার রাত ২ টো থেকে ভোর ৬টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৭০ মিলিমিটার। সোমবারও ২৪ ঘণ্টার জন্য জারি হয়েছে বৃষ্টির কমলা সতর্কতা। মঙ্গলবারও জারি হয়েছে হলুদ সতর্কতা। প্রবল বৃষ্টির জেরে মুম্বইয়ের সব স্কুল দ্বিতীয় হাফে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। মুম্বই প্রশাসনের দাবি, গোটা শহরে যে পরিমাণ জল জমে গিয়েছে তা নামতে প্রায় দুঘণ্টা সময় লাগবে। কিন্তু রাত থেকে বৃষ্টি বন্ধ না হওয়ায় সেই প্রক্রিয়া বাধা পায়।

অন্যদিকে মুম্বই রেলের হার্বার লাইনে চুন্নাভাটি স্টেশন এলাকায় লাইনে ব্যাপক জল জমে যায়। তার ফলে দীর্ঘক্ষণ হার্বার লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়। মেন লাইনের ছত্রপতি শিবাজী টার্মিনাস থেকে থানে পর্যন্ত রেল চলাচল বন্ধ হয়ে মেল এক্সপ্রেস ট্রেন বাণিজ্য নগরীতে ঢোকা বেরোনো বন্ধ হয়ে যায়। পরে গতি নিয়ন্ত্রিত করে ফের এই লাইনে ট্রেন চলাচল শুরু হয়। যদিও হার্বার লাইনের ওয়াডালা থেকে মানখুর্দ পর্যন্ত রেল চলাচল বন্ধ রেখে অন্য অংশে ট্রেন চালানো শুরু হয়। পরিস্থিতি স্বাভাবিক হয় রেললাইন থেকে জল না নেমে গেলে রেল চলাচল স্বাভাবিক হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

মধ্যরাত থেকে বৃষ্টির জেরে রাত ২.২২ মিনিট থেকে ভোর ৩.৪০ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল বিমান ওঠানামাও। মোট ২৭টি বিমানকে দেশের বিভিন্ন বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে বিমানবন্দরের পরিষেবার কাজ শুরু হলেও বিমান ওড়ার ক্ষেত্রে সংখ্যা অনেক কম রাখা হয়।

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...