অবশেষে নীরবতা ভাঙলেন ভারতীয় দলের ক্রিকেটার ঈশান কিষাণ। গত মরশুমে ঈশানকে নিয়ে কম বিতর্ক হয়নি। ক্লান্তির কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে দেশে ফিরেও ভারতীয় টিম ম্যানেজমেন্টের নির্দেশ অমান্য করে ঘরোয়া ক্রিকেট খেলেননি। অথচ আইপিএলে খেলেছেন। এতদিন পর নীরবতা ভাঙলেন ভারতীয় দল থেকে বাদ পড়া ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটার। এক সাক্ষাৎকারে ঈশান জানিয়েছেন, রান করার পরেও তাঁকে বেঞ্চে বসতে হয়েছে। ভ্রমণের ক্লান্তির কারণেই বিশ্রাম নিয়েছিলেন। আসন্ন মরশুমে ঘরোয়া ক্রিকেট খেলেই জাতীয় দলে ফিরতে চান তিনি।

ঈশান বলেছেন, ‘‘আমি যখন রান করছিলাম, ঠিক তখনই নিজেকে খুঁজে পেলাম রিজার্ভ বেঞ্চে। জানি, এটা দলগত খেলায় হয়। কিন্তু আমিও টানা খেলে ক্লান্ত হয়ে পড়েছিলাম। ভ্রমণ ক্লান্তিতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম না। তাই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। খেলার মতো মানসিকতা তখন ছিল না। তাই বিরতি নিতে বাধ্য হই। খারাপ লেগেছিল, আমার পরিবার ও কাছের কিছু মানুষ ছাড়া কেউ তখন আমাকে বোঝেনি।’’

যোগ করেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলাম বলেই ঘরোয়া ক্রিকেট খেলতে হবে, এর কোনও মানে নেই। তবে আমি অতীত নিয়ে না ভেবে বর্তমানে থাকতে চাই। ঘরোয়া মরশুমের জন্য অপেক্ষা করছি। ঝাড়খণ্ডের হয়ে ভাল খেলতে চাই। খেলোয়াড় হিসেবে নিজেকে বদলে ফিরতে চাই।’’

আরও পড়ুন- দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন সিআরসেভেন? মুখ খুললেন পর্তুগিজ তারকা
