ইউক্রেনের শিশু হাসপাতালে (Russia attack on Child hospital in Ukrain) রাশিয়ার মিসাইল হামলায়, নিহত তিন শিশুসহ অন্যত্র ৩৭ জন।সোমবার কিয়েভের সবথেকে বড় শিশু হাসপাতালকে টার্গেট করে পুতিন বাহিনী। এই হামলায় আহত প্রায় ১৭০ জন।

ইউক্রেনে এই মিসাইল হানার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি হুঁশিয়ারি দিয়ে দিয়ে বলেছেন রাশিয়াকে এর ফল ভোগ করতে হবে। সূত্রের খবর, এই ঘটনার পর নিমেষের মধ্যেই শিশু হাসপাতালটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেনের তরফে দাবি করা হয়েছে, সোমবার দেশের বেশ কয়েকটি জায়গায় ক্ষেপনাস্ত্র হামলা করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে মস্কো-ইউক্রেনের মধ্যে নিয়মিত নৃশংসতার ছবি প্রকাশ্যে এসেছে। তবে এদিনের ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে।

