Thursday, August 28, 2025

১০দিনের মধ্যে সবজির দাম কমানোর কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, সাপ্তাহিক রিপোর্ট তলব

Date:

Share post:

গত কয়েকদিনে সবজি বাজারে অগ্নিমূল্য। আকাশছোঁয়া দামে নাভিশ্বাস মধ্যবিত্তের। এই পরিস্থিতি মঙ্গলবার, নবান্ন (Nabanna) থেকে বৈঠক করে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাফ জানিয়ে দিলন, ১০ দিনের মধ্যে কমাতে হবে সবজির দাম। মমতা বলেন, “আকাশছোঁয়া সবজির দাম (Vegetable Price)। মানুষ বাজারে যেতে ভয় পাচ্ছেন।” একই সঙ্গে তিনি জানান, দাম কতটা কমল তা নিয়ে প্রতি সপ্তাহে তাঁর কাছে রিপোর্ট জমা দিতে হবে।রাজ্যজুড়ে সবজির দাম বৃদ্ধি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বৈঠকে তীব্র হুঙ্কার দেন তিনি। বলেন, “কিছু মুনাফাখোরের জন্যই এই মূলবৃদ্ধি।” তাঁর কথায়, কৃষকেরা বাড়তি দাম পাচ্ছেন না। উল্টে সবজির দাম বাড়িয়ে মুনাফা নিচ্ছেন মুনাফাখোরেরা। এই জিনিস কেন চলবে? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। আলুর অত্যাধিক মূল্যবৃদ্ধি নিয়েও এদিন সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, কৃত্রিম চাহিদা তৈরির জন্য হিমঘর বা কোল্ড স্টোরেজে আলু আটকে রাখছেন বড় ব্যবসায়ীদের একাংশ।

এরপরই টাস্ক ফোর্সের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “টাস্ক ফোর্স গঠন করেছিলাম, তারা শেষ কবে  বৈঠকে বসেছে জানি না। যত দিন দাম না কমে, তত দিন বৈঠকে বসতে হবে। আমি মুখ্যসচিব, ডিজিকে নির্দেশ দিচ্ছি। কতটা দাম কমল, তা নিয়ে প্রতি সপ্তাহে আমি রিপোর্ট চাই। ১০ দিনের মধ্যে দাম কমাতেই হবে।”

বাড়তি লাভের আশায় রাজ্য থেকে আলু বা পেঁয়াজ অন্য রাজ্যে রফতানি করা হচ্ছে কি না তা দেখতে সীমানায় নজরদারি চালানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর স্পষ্ট নির্দেশ, আগে রাজ্যের চাহিদা মিটবে, তার পর অন্য রাজ্যে জিনিস যাবে।






spot_img

Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...