Monday, December 29, 2025

বাংলাদেশের নাগরিকদের অঙ্গ পাচার-যোগ! দিল্লিতে ধরা পড়ল পাচারচক্র

Date:

Share post:

চিকিৎসার জন্য় বাংলাদেশের নাগরিকদের কাছে একটা বড় ভরসার জায়গা ভারত। কলকাতা থেকে দক্ষিণের রাজ্য এমনকি দিল্লিতেও প্রতিদিন হাজার হাজার বাংলাদেশের নাগরিক চিকিৎসার জন্য আসেন। আর তাঁদের বিশ্বাসের সুযোগ নিয়ে শরীর থেকে বের করে নেওয়া হত গুরুত্বপূর্ণ অঙ্গ। সেই অঙ্গ নিয়ে রাজধানী দিল্লিতে চলত বিরাট এক পাচারচক্র। দিল্লি পুলিশের তৎপরতায় সেই চক্রের সাত জন গ্রেফতার হল, যার মধ্যে একজন ডাক্তারও রয়েছেন।

বাংলাদেশের দালাল ও ভারতের দালাল, সেই সঙ্গে ডাক্তারদের যৌথ উদ্যোগে চলত গোটা পাচারচক্র। দিল্লি পুলিশের দাবি, বাংলাদেশের দালালরা প্রথমে সেখানকার রোগীদের চিহ্নিত করতেন। তাঁদেরকে নিয়ে আসতেন বিভিন্ন অস্ত্রোপচারের জন্য। তাদের থেকে নিয়ে নেওয়া হত অঙ্গ। তবে এই দালালদের আরও ভূমিকা ছিল এই পাচারচক্রে। যাঁদের শরীরে সেই সব অঙ্গের প্রয়োজন থাকত, তাদের অস্ত্রোপচারের জন্য নিয়ে যেত এই দালালরাই। ফের অস্ত্রোপচার করে তাঁদের দেশে ফেরানোর দায়িত্বও থাকত এদেরই।

পুলিশের তদন্তে উঠে এসেছে, গোটা প্রক্রিয়াটাই চলত অবৈধ সীমান্ত পারাপারের মধ্যে দিয়ে। যাঁরা অস্ত্রোপচারের জন্য আসতেন জাল পরিচয়পত্র নিয়ে। এমনকি চিকিৎসার জাল কাগজপত্রও তৈরি করতেন এই দালালরা। ভারতীয় দালালদেরও ভূমিকা ছিল জাল নথি তৈরিতে। বাংলাদেশের তিনজন দালালকে গ্রেফতার করেছে পুলিশ।

যে সাতজনকে দিল্লি পুলিশ গ্রেফতার করেছে, তার মধ্যে একজন দিল্লির এক মহিলা ডাক্তারকেও রয়েছেন। তিনি দিল্লির একটি বেসরকারি হাসপাতালে এই অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়া করতেন। সেই ডাক্তারের দুই সহকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। কিডনির অস্ত্রোপচার করা সেই মহিলা ডাক্তার ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এভাবে অস্ত্রোপচারের কাজ করেছেন।

spot_img

Related articles

ভুয়োর রাজ্য যোগীরাজ্য! বাতিল ৩ কোটির বেশি ভোটার

SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিজেপির তরফে দাবি করা হয়েছিল, বাংলায় নাকি ‘অনুপ্রবেশকারী’ ভোটারে ভরে গিয়েছে এবং তাই...

স্মৃতি-শেফালিদের দাপটে দুরন্ত জয়, লক্ষ্য এবার হোয়াইটওয়াশ

টি-টোয়েন্টি সিরিজের শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Team)। সিরিজের চতুর্থ ম্যাচে...

লক্ষ্মীর ভাণ্ডার প্রথম চালু মধ্যপ্রদেশে! মিথ্যা ভাষণের সব সীমা ঝাড়গ্রামে ছাড়ালেন শুভেন্দু

বাংলার মানুষের দাবির স্বার্থে কোনদিনও কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলেননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার প্রশাসন থেকে সংস্কৃতি, সাধারণ...

ভার্চুয়াল শুনানি না করে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়ার অভিযোগ! কমিশনের বিরুদ্ধে সরব অভিষেক

এসআইআর প্রক্রিয়ায় পরিযায়ী শ্রমিকদের নাম নির্বিচারে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে— এই অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের...