Friday, November 28, 2025

রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ তুলে নিয়েছেন নৃত্যশিল্পী? সত্য প্রকাশ কুণালের

Date:

Share post:

রাজভবনে কর্মীর শ্লীলতাহানির অভিযোগের মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এই নৃত্যশিল্পী। সেই ভিডিও ফাঁস নিয়ে সিভি আনন্দ বোসকে হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল (TMC) নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। এর পরেই সংবাদ সংস্থা সূত্রে বলা হয়, রাজ্যপাল বোসের বিরুদ্ধে নির্যাতনের মামলা প্রত্যাহার করে নিচ্ছেন নৃত্যশিল্পী। মঙ্গলবার, সাংবাদিক বৈঠক করে বিষয়টি নিয়ে ফের তোপ দাগেন কুণাল। মামলা প্রত্যাহার করতে চাননি অভিযোগকারিনী। কিছু কারণ বশত বিষয়টি নিয়ে আর এগোতে চান না।

‘প্রেস বিবৃতি’ প্রকাশ করে কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগকারিণী বলছেন তিনি অভিযোগ প্রত্যাহার করেননি। তিনি অন্য একটি কারণে আপাতত ‘পারসু’ করছেন না। অভিযোগ থাকছে। কুণাল বলেন, “রাজ্যপালকে (CV Anand Bose) নিয়ে দিল্লির তাজ হোটেলে যে ঘটনা হয়েছে, সেই অভিযোগকারিণী আমাকে একটি প্রেস বিবৃতির মতো নোট পাঠিয়েছেন। আমি তাঁর অনুরোধ রক্ষা করে তা সংবাদমাধ্যমকে দিয়েছি।” তার পরেই তৃণমূল নেতা জানান, “তিনি অভিযোগ প্রত্যাহার করেননি। আমেরিকায় কিছু জটিলতা রয়েছে। সে ক্ষেত্রে তিনি ভারত সরকারের সাহায্য চান বলে এখন এই বিষয়টি নিয়ে এগোতে চান না।”এরপরেই অভিযোগকারিনীর শেষ লাইনের দিকে দৃষ্টি আকর্ষণ করে কুণাল জানান, “বিবৃতির শেষ লাইন তাৎপর্যপূর্ণ। অভিযোগকারিণী জানিয়ে দিয়েছেন যে, হোটেলে কোনও ঘটনা হয়েছিল। তার সঙ্গে বোস জড়িত। তিনি অভিযোগকারিণী। অর্থাৎ অভিযোগ প্রত্যাহার করেননি। ব্যক্তিগত বিষয়ে জর্জরিত হয়ে ভারত সরকারের সাহায্য চান। এখন বিষয়টি এগিয়ে নিয়ে যেতে চান না।” কুণালের প্রকাশ করা বিবৃতি অনুযায়ী, অভিযোগকারিণী দাবি করেছেন, তাঁকে উদ্ধৃত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তার মন্তব্য বলে সংবাদ সংস্থা যে সংবাদ প্রকাশ করেছে, সেটা সঠিক নয়।






spot_img

Related articles

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...

দায়ী ত্রুটিপূর্ণ App: এবার মোদির রাজ্যে BLO মৃত্যুতে কাঠগড়ায় কমিশন

খোদ নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার চাপে জারি মৃত্যু মিছিল। কখনও সেখানে কাজের চাপ সহ্য...

বছর শেষে মার্কিন বাণিজ্য চুক্তিতে ফয়সালা: তার আগেই ভারত সফরে পুতিন!

ভারতের উপর মার্কিন শুল্ক চাপানোর জন্য দায়ী ভারত-রাশিয়া সম্পর্ক, স্পষ্ট বিশ্বের সামনে রেখেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald...

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...