Saturday, August 23, 2025

অভিযোগের বুথ নম্বরই নেই মানিকতলায়! এক্স হ্যান্ডেলে কল্যাণকে ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

গতকাল, বুধবার বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ভাবে মিটেছে রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ফলাফল আগামী শনিবার। আর চার কেন্দ্রেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, নিশ্চিত হার বুঝতে পেরে আগেভাগেই অজুহাত খাড়া করার রাস্তায় নেমেছিল বিজেপি। তাই বুধবার ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই বিজেপির তরফে মানিকতলার (Maniktala By Poll) বেশি কয়েকটি বুথে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়। সাংবাদিক বৈঠক করে ওই বুথগুলিতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে-সহ রাজ্য নেতৃত্ব। তাঁরা মানিকতলার ৮৯ টি বুথে পুনর্নির্বাচন দাবি করেছিলেন। হাইকোর্টে যাওয়ারও হুমকি দিয়েছিলেন কল্যাণ।

তবে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ছাপ্পা, সন্ত্রাসের অভিযোগ তুলে পুনর্নির্বাচনের যে দাবি করেছিলেন স্ক্রুটিনির পর বৃহস্পতিবার সেই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। মানিতলার (Maniktala By Poll) একটিও বুথে পুনর্নির্বাচন হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কমিশন। যা নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় পোস্ট করে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকে। পাশাপাশি কুণালের দাবি, তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডের জয় হবে রেকর্ড ভোটে। দলীয় কর্মী-সমর্থকদের সবুজ আবীর, ফুল, মিষ্টি কিনে রাখার আবেদন জানিয়েছেন। কুণাল ঘোষ অবশ্য ভোটের আগে থেকেই দাবি করে আসছেন, গো-হারা হারবে বুঝতে পেরে নাটক করছেন কল্যাণ চৌবে। তার উপর এদিনের পোস্টে আরও খোঁচা দিয়েছেন তিনি।

এদিন কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, “মানিকতলা। নির্বাচন কমিশনের স্ক্রুটিনি শেষ। কোনো বুথে রি–পোল নয়। মিডিয়ায় নাটক করলেও কল্যাণ চৌবে বা তার কোনও প্রতিনিধি আসেনি।’‌ অর্থাৎ বিজেপি অভিযোগ তুললেও নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের পক্ষে সাড়া দেয়নি। এমনকী বিজেপি প্রার্থী এবং কর্মীরা নির্বাচন কমিশনের দফতরেও যাননি বলেই দাবি তৃণমূল নেতার।


এখানেই শেষ নয়, বিজেপির প্রার্থীর নিজের বিধানসভা এলাকা নিয়ে যে কোনও ধারণাই নেই সেটাও বুঝিয়ে দেন মানিকতলা উপনির্বাচনে তৃণমূলের কনভেনর কুণাল ঘোষ। তিনি আরও লেখেন, “কল্যাণ যে নম্বরের বুথে অভিযোগ কাল করেছিল, সেই নম্বরের কোনও বুথই মানিকতলায় নেই। সবাই হাসাহাসি করল। তৃণমূলের সুপ্তি পান্ডের রেকর্ড ভোটে জয় হবে।’”

আরও পড়ুন: বিজেপি নেত্রীর গাড়িচালকের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ! আত্মঘাতী প্রতারিত যুবক

 

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...