Saturday, November 8, 2025

অনন্তের রিসেপশন-একাধিক রাজনৈতিক বৈঠক: মুম্বই রওনা মুখ্যমন্ত্রী, উদ্দেশ্যপ্রণোদিত প্রচারে তোপ মিডিয়ার একাংশকে

Date:

Share post:

বারবার আসার জন্য ফোন এসেছে। সেই কারণেই মুকেশ-পুত্র অনন্ত আম্বানির বিয়ের রিসেপশনে যোগ দিতে মুম্বই রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। অখিলেশ যাদব-সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা। বৃহস্পতিবার, মুম্বই রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবদিকদের মুখোমুখি হয়ে এই সূচির কথা জানালেন মুখ্যমন্ত্রী। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তৃণমূলকে বদনাম করা ও উপনির্বাচনে বিপাকে ফেলার ঘৃণ্য অপচেষ্টার অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের একাংশকে ধুয়ে দেন মমতা।  মুম্বই সফরে শিবসেনা (উদ্ধব) নেতা উদ্ধব ঠাকরে (Uddav Thakre) এবং NCP প্রধান শরদ পওয়ারের সঙ্গে বৈঠক হবে বলে জানান তৃণমূল (TMC) সুপ্রিমো। শুক্রবার, বিকেল চারটে ও পাঁচটার সময় এই দুই নেতার সঙ্গে তাঁর বৈঠকের কথা জানান মমতা। অখিলেশ যাদবও মুম্বই যাচ্ছেন। সেখানে তাঁর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ওদিন বিকেলে মুকেশ-পুত্রের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার কলকাতায় ফিরবেন তিনি।

এদিন বিমানবন্দরে সংবাদ মাধ্যমের একাংশের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে মমতা। বলেন, “উপনির্বাচনে তৃণমূলকে ড্যামেজ করতেই ৭২ ঘণ্টা আগে থেকে পুরনো ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছিল।“ নির্দিষ্ট করে কোনও ভিডিও-র কথা না বললেও, আড়িয়াদহের ক্লাবঘরে প্রহারের ঘটনার বিষয়েই তিনি ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর জানান, “ওই ঘটনা ২০২১ সালের। তখন ওখানে এমপি ছিলেন অর্জুন সিং। যারা ওই ঘটনা ঘটিয়েছে তারা এখন জেলে। ২৯ জন গ্রেফতার। চোখে নেই, কান নেই দেখতে পান না। পুলিশের কাছ থেকে তথ্য জানুন। আবেদন জানাচ্ছি। কাজ না হলে আইনি ব্যবস্থা।“

মমতার (Mamata Banerjee) অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে উপনির্বাচনে তৃণমূলকে কোণাঠাসা করতে পুরনো ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের পদক্ষেপের কথা আলোচনা হচ্ছে না। আড়িয়াদহের ঘটনায় ইতিমধ্যেই জেলে বন্দি জয়ন্ত। তৃণমূল সভানেত্রী বলেন, “উপনির্বাচনে একটা বুথে কী হয়েছে, সেটাকে বড় করে দেখানো হচ্ছে। বাকি জায়গায় শান্তিপূর্ণ ভাবে যে মানুষ ভোট দিয়েছেন, তা দেখানো হচ্ছে না।“

বাঁকুড়ার ঘটনার প্রসঙ্গও তুলে মুখ্যমন্ত্রী বলেন, “বাঁকুড়ার রানিবাঁধের একটা ঘটনা নিয়ে বিজেপি ময়দানে নেমেছে। আমি খোঁজ নিয়ে দেখলাম, ওখানে যা ঘটেছে তা পুরোটাই পারিবারিক বিবাদের কারণে। পুলিশ ব্যবস্থাও নিয়েছে।“






spot_img

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...