Thursday, November 13, 2025

পক্ষাঘাতগ্রস্ত ছেলের জন্য স্বেচ্ছামৃত্যুর আবেদন বৃদ্ধের, ইউথেনেসিয়ায় অনুমতি নেই আদালতের 

Date:

Share post:

একটা দুর্ঘটনায় বদলে গেছে জীবন। মোহালির চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে (Chandigar University) সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে যাওয়া ছেলেটা ২০১৩ সালে কলেজের চার তলা থেকে পড়ে যায়। প্রাণে বেঁচে গেলেও জীবন যেন সেখানেই স্তব্ধ হয়ে গেছিল হরিশের। গুরুতর মাথার আঘাত, স্নায়ুর কঠিন রোগ, শরীরের প্রায় সমস্ত অকেজো অঙ্গ নিয়ে এগারো বছরের বেশি সময় ধরে শয‌্যাশায়ী। বাবা এই দৃশ্য আর চোখে দেখতে পারছিলেন না। প্রতিদিন তিলে তিলে শেষ হয়ে যাওয়ার আগে জীবদ্দশায় ছেলেটা যেন নরক যন্ত্রণা ভোগ করছে। অসহায় বাবা ছুটে যান আদালতে, আর্জি একটাই ছেলেটাকে স্বেচ্ছামৃত্যুর (mercy-killing) অনুমতি দেওয়া হোক। কিন্তু মানবিকতার অনুভূতি স্পর্শ করতে পারল না আদালতকে। খারিজ হলো ইউথেনেসিয়ার (passive euthanasia) আবেদন।

পক্ষাঘাতগ্রস্ত ছেলের বাবার বয়স ৬২ বছর। মাত্র সাড়ে তিন হাজার টাকা পেনশন পান। সংসার চালাতে স্ত্রীর সাহায্যে স্যান্ডউইচ তৈরি করে বিক্রি করেন। হরিশের ভাই অল্প বেতনে চাকরি করে। বহু দিন ধরেই ছেলের অসহনীয় যন্ত্রণা বাড়তে দেখা, আর্থিক অনটন এবং মানসিক চাপে বিধ্বস্ত হরিশের বাবা-মা। শেষ পর্যন্ত দিল্লি হাই কোর্টে ছেলের ইচ্ছামৃত্যুর আর্জি জানান বৃদ্ধ রানা এবং তাঁর স্ত্রী নির্মলা দেবী। মেডিক্যাল বোর্ড বসিয়ে হরিশকে স্বেচ্ছামৃত্যু দেওয়া হোক এই আবেদন জানিয়েছিলেন। কিন্তু গত ৮ জুলাই আদালত তা খারিজ করে দিয়েছে। একইসঙ্গে আদালত জানিয়ে দেয়, এদেশের আইন স্বেচ্ছামৃত্যুর (passive euthanasia) অনুমতি দেয় না।


spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...