Monday, November 3, 2025

অনন্ত-রাধিকার বিয়েতে যাচ্ছে না গান্ধী পরিবার! ছোট ছেলের বিয়েতে কত খরচ করলেন মুকেশ আম্বানি?

Date:

Share post:

অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) বিয়েতে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জানা গিয়েছে, শুক্রবার সাতপাকে বাঁধা পড়বেন মুকেশ আম্বানির ছোট ছেলে এবং রাধিকা মার্চেন্ট। সন্ধেয় বিয়ের অনুষ্ঠানে হাজির থাকবেন মোদি। তবে বিয়েতে হয়তো যাবেন না গান্ধী পরিবারের (Gandhi Family) কোনও সদস্যই।

মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে আজ বসবে বিয়ের আসর। সেখানেই অনন্ত-রাধিকার চারহাত এক হবে। অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী। তবে আচমকা অসুস্থ হয়ে এইমসে ভর্তি হওয়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিয়ের অনুষ্ঠানে যেতে পারবেন না। টানা তিনদিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান। শুক্রবার বিয়ের পরে শনিবার আয়োজিত হবে শুভ আশীর্বাদ। তার পরের দিন রয়েছে মঙ্গল উৎসব বা রিসেপশন। রিল্যায়ন্স জিওর সমস্ত কর্মচারীদের জন্য বিশেষ রিসেপশনের আয়োজন করা হয়েছে ১৫ জুলাই। তবে আগেই ১০ জনপথ রোডে গিয়ে সোনিয়া গান্ধীকে ছেলের বিয়ের জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন স্বয়ং মুকেশ আম্বানি। ইতিমধ্যে অনন্ত আম্বানির ছেলের বিয়েতে হোটেলের এক একটি ঘরের দাম এক রাতেই ছুঁলো ১ লাখ টাকা। বিলিয়নার মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং তাঁর বাগদত্তা রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহের উদযাপন উপলক্ষ মুম্বইতে বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে মূল হোটেলটি সম্পূর্ণ বুক করা হয়েছে আম্বানি পরিবারের পক্ষ থেকে।

এমনিতেই বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে এক রাতের জন্য এক একটি রুমের ভাড়া ১৩,০০০ টাকা। হোটেল কর্তৃপক্ষ ওই হোটেলে এক একটি ঘরের জন্য ১৪ জুলাই ৯১,৩৫০ টাকা চার্জ করেছে বলে খবর। আগামী ১২ জুলাই বিকেসিতে মুম্বাইতে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে সারা দেশ তথা বিশ্বের অন্যতম হাইপ্রোফাইল বিয়ের আসর।

সূত্রের খবর, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে খরচ হচ্ছে ৪০০০ থেকে ৫০০০ কোটি টাকা! যা কিনা আম্বানিদের মোট সম্পত্তির খুব যৎসামান্য অংশ-ই বটে! ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে মুকেশ আম্বানির মোট সম্পত্তির হিসেব দাঁড়িয়েছে ১০,১৮,৬১২ কোটি টাকা। আর এহেন ধনকুবেরের কাছে ৫০০০ কোটি সামান্য-ই বটে। জানা গিয়েছে, বিলাসি ফ্যালকন ২০০০ জেটে আমন্ত্রিতদের আনছেন আম্বানি। ভাড়া করা হয়েছে দুটি বিলাসবহুল ফ্যালকন টু থাউসেন্ড জেট সহ আরও ১০০টি জেট। এদিকে দেশের ধনকুবেরের ছেলের বিয়ে। খাওয়া দাওয়ার এলাহি আয়োজন তো থাকবেই। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে থাকবে একাধিক লোভনীয় চাট থেকে কুলফি, আরও অনেক কিছু। বারাণসীর বিখ্যাত ‘কাশি চাট ভাণ্ডার’ এই বিয়ের আসরে খাবার পরিবেশন করবে যেমন টিক্কি, টমেটো চাট, পালক চাট, চানা কটোরি, কুলফি।

spot_img

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...