Thursday, August 21, 2025

CCTV ফুটেজ জটিলতা, সোহম কাণ্ডে টেকনো সিটি থানার IC-কে শোকজ

Date:

Share post:

টেকনো সিটির থানার জন্য আদালতে মুখ পুড়েছে বিধাননগর কমিশনারেটের। একদিকে অভিযোগকারী রেস্তোরাঁর মালিক আনিসুল আলম আঙুল তুলেছিলেন টেকনো সিটি থানার পুলিশের দিকে। অন্যদিকে বিধায়ক সোহম চক্রবর্তীর ঘটনায় টেকনো সিটি থানা সিসিটিভি ফুটেজ না দেখাতে পারায় আদালতেও ভর্ৎসিত বিধাননগর কমিশনারেট। এই ঘটনায় কোনওভাবেই পুলিশের গাফিলতি মেনে নিতে পারছে না কমিশনারেট। এবার শোকজ করা হল টেকনো সিটি থানার আইসিকে।

অভিযোগকারী আনিসুলের দাবি, ঘটনার রাতে টেকনো সিটি থানায় যেভাবে তাকে নিয়ে আসা হয়েছিল, সেই গোটা ঘটনা থানার সিসিটিভিতে রেকর্ড আছে বলে দাবি করেছিল টেকনো সিটি থানার পুলিশ। আদালতে সেই ফুটেজ জমা দেওয়ার কথা থাকলেও পুলিশ জমা দেয়নি। তাঁরা জানিয়েছে ওই সময় সিসিটিভি খারাপ ছিল। ফলে ভর্ৎসিত হতে হয় কমিশনারেটকে।

সেই সঙ্গে গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে গেলেও টেকনো সিটি থানা আদালতে দাবি করে তাঁদের কাছে কোনও ফুটেজ নেই। এই বক্তব্যেও ভর্ৎসিত হয় কমিশনারেট। রেস্তোরাঁর মালিক যদিও সেই সব ঘটনার ফুটেজ আদালতে জমা দিয়েছেন। সবথেকে গুরুত্বপূর্ণ সেই ফুটেজ কেন থানার কাছে নেই, প্রশ্ন তোলে আদালত।

আর থানার এই অবহেলার পরেই আইসিকে শোকজ করল কমিশনারেট। কমিশনারেটের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে কবে থেকে কবে পর্যন্ত থানার সিসিটিভি খারাপ ছিল। থানায় কী ঘটেছিল তা নিয়ে তদন্ত করছে কমিশনারেট। আদালত ফুটেজ সংরক্ষণ করতে বলার পরেও কেন থানা তা করেনি, এই সব প্রশ্নের উত্তর সাতদিনের মধ্যে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...