হাসপাতালে ঢুকে রোগীকে গুলি! রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিকাল চারটে নাগাদ গুরু তেগ বাহাদুর হাসপাতালের চারতলায় একটি গুলির আওয়াজ শোনা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়

রাজধানী দিল্লিতে সরকারি হাসপাতালের মধ্যে ঢুকে রোগীকে গুলি করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। হাসপাতাল থেকে জরুরি ডাক পেয়ে ডিটিবি এনক্লেভ থানার পুলিশ গুরু তেগ বাহাদুর হাসপাতালে পৌঁছে দেখে পুরুষ ওয়ার্ডে ভর্তি এক রোগীর উপর গুলি চালিয়ে পালিয়ে গিয়েছে এক অজ্ঞাত পরিচয় আততায়ী। রক্তের মধ্যে পড়ে থাকা রোগীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। তদন্ত শুরু করে আততায়ীর খোঁজ চালাচ্ছে পুলিশ।

রবিবার বিকাল চারটে নাগাদ গুরু তেগ বাহাদুর হাসপাতালের চারতলায় একটি গুলির আওয়াজ শোনা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। দেখা যায় রিয়াজুদ্দিন নামে এক রোগীর উপর গুলি চালায় বছর ১৮-র এক যুবক। পরপর তিন চার রাউন্ড গুলি চালানো হয় রিয়াজুদ্দিনের উপর। গুলি চালিয়েই হাসপাতাল থেকে পালিয়ে যায় আততায়ী।

পুলিশ এসে রিয়াজুদ্দিনের মৃতদেহ উদ্ধার করে। হাসপাতালের সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জানা যায়, মৃত যুবক খাজুরি খাস এলাকার বাসিন্দা। ২৩ জুন পেটে ব্যাথা নিয়ে সে হাসপাতালে ভর্তি হয়। ঘটনার পর হাসপাতালে যান শাহদরার অতিরিক্ত পুলিশ সুপার বিষ্ণু কুমার শর্মা।

Previous articleআগামিকাল কোপার ফাইনাল, মুখোমুখি আর্জেন্তিনা-কলম্বিয়া
Next articleসোমেই ভর্তি, রবিবাসরীয় দুপুরে হুগলি থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হল অর্ণবকে