Sunday, January 11, 2026

বাঙালি সাজে অনন্ত- রাধিকার রিসেপশনে টলিউড!

Date:

Share post:

দেশজুড়ে আলোচনায় এখন শুধুই আম্বানি পরিবার। শুক্রবার মালাবদল হয়েছে অনন্ত আম্বানি- রাধিকা মার্চেন্টের (Anant Ambani Radhika Merchant wedding)। ‘আশীর্বাদ’ পর্ব মিটিয়ে রবিবার রিসেপশন, যার পোশাকি নাম মঙ্গল উৎসব। ইতিমধ্যেই এই অনুষ্ঠানে হাজির হতে শুরু করেছেন অতিথিরা। মুম্বইয়ের হাই- প্রোফাইল অনুষ্ঠানে যোগ দিতে পুরোদস্তুর বাঙালিয়ানার সাজে তৈরি টলিউড। সকাল থেকে বিমান ধরতে দেখতে গিয়েছে রাইমা সেন (Raima Sen),যশ দাশগুপ্ত (Yash Dasgupta),নুসরত জাহানকে (Nusrat Jahan)। খবর, বিয়েবাড়িতে উড়ে যাচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee),সুস্মিতা চট্টোপাধ্যায়ও। ইতিমধ্যেই অনুষ্ঠানে পৌঁছে গেছেন কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty),শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।

সঙ্গীত জগতের তারকাদের গ্রুপ ছবিও শেয়ার করেছেন সোনু নিগম। রয়েছেন হরিহরন, শঙ্কর মহাদেবন, অজয় – অতুল।

তবে শেষমুহুর্তে যাওয়া ক্যান্সেল করলেন টোটা রায় চৌধুরী। জানা যাচ্ছে কালো শেরওয়ানিতে গ্র্যান্ড রিসেপশনে যোগ দেওয়ার জন্য অভিনেতা তৈরি হলেও এক আত্মীয়ের অসুস্থতার কারণে মুম্বই যেতে পারছেন না টোটা।

হাসিমুখেই পাপারাজ্জিকে অভিবাদন জানিয়ে এদিন সকালেই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন যশ – নুসরত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী, লিখেছেন ‘দ্য ওয়েডিং অফ দ্য সেঞ্চুরি’।অনন্ত-রাধিকার বিয়ের রিসেপশনে যোগ দিতে মুম্বইয়ে গিয়েছেন রাইমা সেন। বিমানবন্দরে আদরের পোষ্যের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। নায়িকা জানিয়েছেন, তিনি এ দিন মায়ের শাড়িতে সেজে উঠবেন। গয়নাও মা মুনমুন সেনের। রাজসিক বিয়ের আভিজাত্য বজায় রেখেই নিজের সাজ বেচেছেন সুচিত্রা সেনের বড় নাতনি। যদিও রিয়া কী পোশাক পরবেন তা জানা যায়নি। টলিউড-বলিউডের নিত্যযাত্রী শাশ্বত চট্টোপাধ্যায়কে সাজিয়েছেন পোশাকশিল্পী অভিষেক রায়। শাশ্বত পরবেন সাদা জমিনে সোনালি সুতোর কাজ করা বেনিয়ান পাঞ্জাবি। ধুতির পাড়েও সোনালি সুতোর সূক্ষ্ম নকশা থাকছে, পায়ে বাদামি রঙের জুতি। ইতিমধ্যেই রংবেরঙের পাঞ্জাবিতে হাজির রণবীর সিং, উপস্থিত হয়েছেন কিম কারদেশিয়ানও।


spot_img

Related articles

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...