Tuesday, November 11, 2025

বাঙালি সাজে অনন্ত- রাধিকার রিসেপশনে টলিউড!

Date:

Share post:

দেশজুড়ে আলোচনায় এখন শুধুই আম্বানি পরিবার। শুক্রবার মালাবদল হয়েছে অনন্ত আম্বানি- রাধিকা মার্চেন্টের (Anant Ambani Radhika Merchant wedding)। ‘আশীর্বাদ’ পর্ব মিটিয়ে রবিবার রিসেপশন, যার পোশাকি নাম মঙ্গল উৎসব। ইতিমধ্যেই এই অনুষ্ঠানে হাজির হতে শুরু করেছেন অতিথিরা। মুম্বইয়ের হাই- প্রোফাইল অনুষ্ঠানে যোগ দিতে পুরোদস্তুর বাঙালিয়ানার সাজে তৈরি টলিউড। সকাল থেকে বিমান ধরতে দেখতে গিয়েছে রাইমা সেন (Raima Sen),যশ দাশগুপ্ত (Yash Dasgupta),নুসরত জাহানকে (Nusrat Jahan)। খবর, বিয়েবাড়িতে উড়ে যাচ্ছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee),সুস্মিতা চট্টোপাধ্যায়ও। ইতিমধ্যেই অনুষ্ঠানে পৌঁছে গেছেন কৌশিকী চক্রবর্তী (Kaushiki Chakraborty),শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)।

সঙ্গীত জগতের তারকাদের গ্রুপ ছবিও শেয়ার করেছেন সোনু নিগম। রয়েছেন হরিহরন, শঙ্কর মহাদেবন, অজয় – অতুল।

তবে শেষমুহুর্তে যাওয়া ক্যান্সেল করলেন টোটা রায় চৌধুরী। জানা যাচ্ছে কালো শেরওয়ানিতে গ্র্যান্ড রিসেপশনে যোগ দেওয়ার জন্য অভিনেতা তৈরি হলেও এক আত্মীয়ের অসুস্থতার কারণে মুম্বই যেতে পারছেন না টোটা।

হাসিমুখেই পাপারাজ্জিকে অভিবাদন জানিয়ে এদিন সকালেই মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন যশ – নুসরত। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী, লিখেছেন ‘দ্য ওয়েডিং অফ দ্য সেঞ্চুরি’।অনন্ত-রাধিকার বিয়ের রিসেপশনে যোগ দিতে মুম্বইয়ে গিয়েছেন রাইমা সেন। বিমানবন্দরে আদরের পোষ্যের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। নায়িকা জানিয়েছেন, তিনি এ দিন মায়ের শাড়িতে সেজে উঠবেন। গয়নাও মা মুনমুন সেনের। রাজসিক বিয়ের আভিজাত্য বজায় রেখেই নিজের সাজ বেচেছেন সুচিত্রা সেনের বড় নাতনি। যদিও রিয়া কী পোশাক পরবেন তা জানা যায়নি। টলিউড-বলিউডের নিত্যযাত্রী শাশ্বত চট্টোপাধ্যায়কে সাজিয়েছেন পোশাকশিল্পী অভিষেক রায়। শাশ্বত পরবেন সাদা জমিনে সোনালি সুতোর কাজ করা বেনিয়ান পাঞ্জাবি। ধুতির পাড়েও সোনালি সুতোর সূক্ষ্ম নকশা থাকছে, পায়ে বাদামি রঙের জুতি। ইতিমধ্যেই রংবেরঙের পাঞ্জাবিতে হাজির রণবীর সিং, উপস্থিত হয়েছেন কিম কারদেশিয়ানও।


spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...